ভারতবর্ষে ক্রিকেট নিয়ে আবেগ যে ঠিক কতটা তা বোঝার জন্য কোনও বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন হয় না। আর সেই দেশে সচিন তেন্ডুলকরকে একবার দেখার জন্য কত ভক্তই কত কিছু করেছেন। প্রিয় তারকার বাড়ির বাইরে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকাই হোক বা স্টেডিয়াম, ফ্যানদের ভিড় ও উন্মাদনা দেখে সেটা সহজেই অনুমান করা যায়। কেমন হয় যদি সেই তারকা নিজেই সমর্থকের সঙ্গে দেখা করেন। তাও আবার নিজের গন্তব্যে যাওয়ার পথে গাড়ি দাঁড় করিয়ে।
Sachin Tendulkar shares video of his meeting with die-hard fan on road