scorecardresearch
 
Advertisement

Shoji Morimoto: কোনও কাজ না করার জন্য নিজেকে ভাড়া দেন, তাতেই লাখপতি

Shoji Morimoto: কোনও কাজ না করার জন্য নিজেকে ভাড়া দেন, তাতেই লাখপতি

অর্থ উপার্জন করতে হলে পরিশ্রম করতে হয়। প্রয়োজন যোগ্যতা অনুযায়ী সঠিক পেশা নির্বাচন করা। এই সার কথাটা আমরা অনেকেই আমাদের অভিভাবকদের কাছে ছোটবেলা থেকে শুনে আসছি। কিন্তু একেবারে কোনও কাজ না করে অর্থ উপার্জনের কথা ভাবা ‘ইউটোপিয়ান ফ্যান্টাসি’ বা অলিখ কল্পনার মতোই ব্যাপার। তবে যা কেউ কল্পনাও করতে পারেন না, সেটাই করে দেখিয়েছেন জাপানের একজন ব্যক্তি, যিনি মাসে লক্ষাধিক টাকা উপার্জন করেন কোনও কাজ না করেই! অবিশ্বাস্য মনে হলেই জাপানের ঊনচল্লিশ বছর বয়সী শোজি মরিমোতো (Shoji Morimoto) কার্যত কোনও কাজ না করার জন্য নিজেকে ‘ভাড়া’ দিয়ে প্রতি সিটিংয়ে ১০,০০০ ইয়েন বা ভারতীয় মূল্যে প্রায় ৫,৭৯২ টাকা উপার্জন করেন।

Advertisement