বেশ ধূমধাম করে বিয়ের আয়োজন করা হয়েছিল। বাড়িতে আত্মীয় স্বজনের ভিড়। খাওয়া-দাওয়ার দেদার আয়োজন। সব নিয়ম মেনে সুষ্ঠুভাবেই বিয়ের আয়োজন সম্পন্ন হল। এরপরই ঘটল অবাক করা ঘটনা। বিয়ের রাতে আচমকা পেটের যন্ত্রণায় ছটফট করতে থাকেন কনে। মুহূর্তের মধ্যে বদলে যায় বিয়ে বাড়ির আমেজ। তড়িঘড়ি কনেকে নিয়ে হাসপাতালে দৌড়তে হয় বাড়ির লোকেদের। পরদিনই মা হন সদ্য বিবাহিতা তরুণী। ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন ওই তরুণী।
The day after the wedding, the new bride became a mother