পুলিশের বিরুদ্ধে অনেকবার কাজ ঠিক মতো না করার অভিযোগ উঠেছে। কিন্তু তাঁদের কিছু মানবিক কাজকর্ম রয়েছে। সেগুলি সামনে এলে আমি আপনি সবাই অবাক হয়ে যায়। ঠিক সেইরকমই একটি ঘটনা ঘটল, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। চলন্ত ট্রেনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী। মুহূর্তের মধ্যে ওই যাত্রী হৃদরোগে আক্রান্ত হন। তাঁর শ্বাস আটকে আসার মতো পরিস্থিতি তৈরি হয়। দুই রেল পুলিশের তৎপরতায় প্রাণ ফিরে পান ওই যাত্রী। এবার বলি এই ঘটনাটি কোথায় ঘটেছে। 11 জুন সিদ্ধেশ্বর এক্সপ্রেসে। মৃত্যুর মুখ থেকে তাঁকে ফিরিয়ে আনেন ওই দুই রেল পুলিশ। ট্রেন থেকে তাঁকে প্ল্যাটফর্মে নামিয়ে চলে চিকিৎসা। মুহূর্তের মধ্যে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিও দেখা যায় এক পুলিশকর্মী ওই যাত্রীর বুকে চাপ দিয়ে শ্বাস ফেরানোর চেষ্টা করছেন। আর একজন তাঁর মাথার কাছে রয়েছেন। বালিশ না থাকায়, মাথার টুপিকে বালিশের মতো করে দেয় পুলিশকর্মী। প্রাণ ফিরে পেয়ে পুলিশকে ইশারায় ধন্যবাদ জানাতে ভোলেননি ওই যাত্রী।
Two RPF constables save passenger's life.