scorecardresearch
 
Advertisement

Sikkim Avalanche Updates: সিকিমে তুষার ধসের ভয়ঙ্কর ভিডিও ভাইরাল

Sikkim Avalanche Updates: সিকিমে তুষার ধসের ভয়ঙ্কর ভিডিও ভাইরাল

বেড়াতে গিয়ে বিপত্তি! সিকিমে তুষারপাতের মজা নিতে গিয়ে প্রাণ গেল বেশ কয়েকজন পর্যটকের। সেই ভয়ঙ্কর ভিডিও এখন ভাইরাল। দেখা যাচ্ছে কীভাবে প্রকৃতির কাছে একেবারে আত্মসমর্পন করেছে মানুষ। কার্যত বরফ ঝড়ে নাজেহাল পর্যটকরা। সিকিমের নাথুলাপাসের কাছে ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। সংগমোর 14 মাইলের কাছে ভয়ঙ্কর তুষার ধসে মৃত্যু হয় তাদের। মৃতদের মধ্যে রয়েছে শিশু ও মহিলাও। দুর্ঘটনায় অনেকেই আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। ধস সরিয়ে রাস্তা পরিষ্কার করে দুর্গতদের উদ্ধারকাজ শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতায়। মঙ্গলবার 4 এপ্রিল দুপুর সোয়া বারোটা নাগাদ 14 মাইলের কাছে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। ধসের নীচে চাপা পড়ে এখনও পর্যন্ত সাত পর্যটকের মৃত্যু হয়েছে বলে খবর। আহত প্রায় 13 জন। এখনও বহু মানুষের চাপা পড়ে থাকার আশঙ্কা।

viral video of sikkim avalanche

Advertisement