দুধের ট্যাংকার উল্টে গিয়েছে। রাস্তায় হুড়হুড় করে বইছে দুধের স্রোত। আর তা দেখেই ঘটি-বাটি-বালতি নিয়ে দৌড়ে আসেন স্থানীয়রা। মহা আনন্দে পাড়াশুদ্ধু লোক জড়ো হয়ে দুধ সংগ্রহ করতে লেগে পড়েন। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার নালগোন্ডা-মিরিয়ালগুদা শহরে। সেখানে নন্দীপাদু বাইপাস রোডে একটি মিনি দুধের ট্যাঙ্কার উল্টে যায়। দুর্ঘটনার ফলে রাস্তার উপর প্রচুর দুধ পড়ে যায়। খবর ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না। স্থানীয়রা দ্রুত বালতি, বোতল, ঘটি-বাটি নিয়ে চলে আসেন এবং দুধ সংগ্রহ করতে থাকেন। দুর্ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ওই দুধ সংস্থার পক্ষ থেকে ঘটনাস্থল পরিষ্কার করে দেওয়া হয়।
Viral Milk Tanker Video Telangana