scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

৬ মাস পর ফের গড়াবে লোকাল ট্রেনের চাকা, বামুনগাছিতে স্যানিটাইজেশনের কাজে ব্যস্ত রেলকর্মীরা

প্রায় ৬ মাস
  • 1/6

প্রায় ৬ মাস পর রবিবার থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন। তার আগে হাওড়ার বামুনগাছি ই এম ইউ রেল ইয়ার্ডে  দেখা গেল রেল কর্মীদের চূড়ান্ত ব্যস্ততা।
 

হাওড়া ডিভিশনের
  • 2/6

হাওড়া ডিভিশনের সমস্ত লোকাল ট্রেনকে যুদ্ধকালীন তৎপরতায় স্যানিটাইজ করা হচ্ছে। যাত্রীদের বসার আসনের পাশাপাশি লোকাল ট্রেনের কামরায় সব ধরনের হাতল স্যানিটাইজ করা হচ্ছে। 
 

কোভিড প্রটোকল
  • 3/6

কোভিড প্রটোকল মেনে যাত্রীরা যাতে নিরাপদ দূরত্বে বসেন সেই কারণে মাঝের সিটে ক্রস চিহ্ন যুক্ত স্টিকার মারা হচ্ছে।
 

Advertisement
যাত্রীদের
  • 4/6

যাত্রীদের অনুরোধ করা হচ্ছে তারা যেন ওই আসনে না বসেন। 
 

পূর্ব রেলের
  • 5/6

পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ৪৮৮ টি লোকাল ট্রেনের ট্রিপ হয়। দক্ষিণ-পূর্ব রেলে ১৯১টি। 
 

রেল কর্তৃপক্ষ
  • 6/6

রেল কর্তৃপক্ষ জানিয়েছে প্রত্যেকটি লোকাল ট্রেনকে দিনে দু'বার স্যানিটাইজ করা হবে। এর পাশাপাশি যাত্রীরা যাতে কোভিড স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে যাতায়াত করে তাও প্রচার করা হবে।

Advertisement