scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

বর্ধমানে সোনার দোকানে খদ্দের সেজে ওরা কারা?

বর্ধমানে
  • 1/9

পূর্ব বর্ধমানের শহর বর্ধমানের পার্কাস রোড এলাকার ঘটনা। সোমবার দুপুরে।

বাইকে চেপে
  • 2/9

১০টি সোনার চেন, মঙ্গলসূত্র, ১২-১২টি আংটি নিয়ে দুষ্কৃতীরা জনবহুল এলাকা দিয়েই  বাইক নিয়ে পালায়।

খদ্দের সেজে
  • 3/9

জানা গিয়েছে, দুষ্কৃতীরা হিন্দিভাষী। খদ্দের সেজে, গয়না দেখার  নাম করে এসেছিল। আর তারপরই লুঠ।

Advertisement
তদন্ত
  • 4/9

তদন্তে বর্ধমান থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সংলগ্ন দোকানের সিসিটিভি ফুটেজ। লুট হওয়া দোকানে কোনও সিসিটিভি ছিল না।

দোকানের মালিক
  • 5/9

দীপান্বিতা দত্ত জানান, ১০টি সোনার চেন, মঙ্গলসূত্র, ১২-১২টি আংটি নিয়ে দুষ্কৃতীরা দুষ্কৃতীদের একজন মধ্য বয়স্ক ও অন্যজন যুবক । তারা দোকানে আসে ও লকেট দেখতে চায় । তারপর সোনার চেন দেখতে চায়। এরপর আরও জিনিস দেখতে চায়। এর মধ্যে একটা অর্ডারের মঙ্গলসূত্র ছিল দোকানে, সেটা  যখন নেয়, তখন তিনি বুঝতে পেরে কাড়তে যান।

তিনি জানাচ্ছেন
  • 6/9

সেই সময় সব নিয়ে দুষ্কৃতীরা বাইরে রাখা বাইকে পালায়। পরে তাঁর চিৎকারে লোকজন জড়ো হয়। দুষ্কৃতীরা মুখ খোলা অবস্থাতেই এসেছিল।

প্রতীক্ষদর্শী
  • 7/9

প্রতীক্ষদর্শী সন্দীপ সান্যাল জানান, দোকানদার মহিলার সঙ্গে দুষ্কৃতীদের চেঁচামেচির আওয়াজে লোকেরা ভাবে খদ্দেরের সঙ্গে ঝগড়া হচ্ছে । কেউ কিছু বোঝার আগেই জনবহুল এলাকা দিয়ে বাইক নিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী। দুজনেই লম্বা ।

Advertisement
ব্যবসায়ী সংগঠন
  • 8/9

জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির সম্পাদক বিশ্বেশ্বর চৌধুরি জানান, বার বার শহরে সোনার দোকানে লুঠের ঘটনা ঘটছে। আমরা বারবার বলেছি দোকানদারদের নিরাপত্তা বাড়াতে। সিসিটিভি রাখতে দোকানে।

সিসিটিভি
  • 9/9

বর্ধমান থানার পুলিশ এলাকার  অন্যান্য দোকানের সিসিটিভি ফুটেজে খতিয়ে দেখছে।

Advertisement