এই আবহে হাওয়া অফিস জানাচ্ছে আগামী ৫ দিন উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের আবহাওয়া প্রধানত শুষ্ক ও পরিষ্কার থাকবে।
হাওয়া অফিস বলছে চলতি সপ্তাহে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রির মধ্যে।
এদিকে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১ ডিগ্রি কম। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। এটাও স্বাভাবিকের ১ ডিগ্রি কম।
ইতিমধ্যে বাংলা জুড়ে রোদের তাপ বাড়ছে। । ভোরের দিকে হালকা ঠান্ডা বোধ হলেও তার মেয়াদ আর বেশিদিন নয়। বলা ভাল আসন্ন চৈত্র মাসেই উত্তপ্ত আবহাওয়া থাকবে বাংলা জুড়ে ।