scorecardresearch
 

Medical Colleges: বাংলায় নতুন ২ মেডিক্যাল কলেজ, দেশে আরও ৫০টি

নতুন দুটি মেডিক্যাল কলেজ (Medical Colleges) তৈরি হবে রাজ্যে। বৃহস্পতিবার গোটা দেশে ৫০টি নতুন মেডিক্যাল কলেজের জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Health Ministry)। এর মধ্যে দু’টি মেডিক্যাল কলেজ হবে পশ্চিমবঙ্গে। জানা যাচ্ছে, একটি মেডিক্যাল কলেজ হবে সল্টলেক সেক্টর ফাইভে, অন্যটি নদিয়ার চাকদায়।

Advertisement
ফাইল ছবি। ফাইল ছবি।
হাইলাইটস
  • নতুন দুটি মেডিক্যাল কলেজ (Medical Colleges) তৈরি হবে রাজ্যে।
  • বৃহস্পতিবার গোটা দেশে ৫০টি নতুন মেডিক্যাল কলেজের জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Health Ministry)।

নতুন দুটি মেডিক্যাল কলেজ (Medical Colleges) তৈরি হবে রাজ্যে। বৃহস্পতিবার গোটা দেশে ৫০টি নতুন মেডিক্যাল কলেজের জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Health Ministry)। এর মধ্যে দু’টি মেডিক্যাল কলেজ হবে পশ্চিমবঙ্গে। জানা যাচ্ছে, একটি মেডিক্যাল কলেজ হবে সল্টলেক সেক্টর ফাইভে, অন্যটি নদিয়ার চাকদায়।

দু’টি মেডিক্যাল কলেজ থেকেই এমএমবিএস কোর্স করা যাবে। প্রস্তাবিত আসন সংখ্যা ১৫০। ফলে রাজ্যের মেডিক্যাল কলেজে আরও ৩০০টি আসন বাড়তে চলেছে। তবে নতুন দুটি মেডিক্যাল কলেজ সরকারি নয়, সল্টলেটের মেডিক্যাল কলেজটি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এবং নদিয়ারটি কোনও ট্রাস্ট কিংবা পিপিপি মডেলে চালানো হবে।

পশ্চিমবঙ্গের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, অসম, গুজরাত, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, মধ্য়প্রদেশ, নাগাল্যান্ড, ওড়িশা, কর্নাটক, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ মহারাষ্ট্রে নতুন মেডিক্যাল কলেজ তৈরি হবে। এই ৫০টি মেডিক্যাল কলেজের মধ্যে ২৯টি সরকারি মেডিক্যাল কলেজ।

আরও পড়ুন

বাকিগুলির মধ্যে কোনওটি বেসরকারি, কোনওটি ট্রাস্ট আবার কোনওটি পিপিপি মডেলে চলবে। সব থেকে বেশি মেডিক্যাল কলেজ তৈরি হবে তেলঙ্গানায়। সেখানে এই পর্বে ১৩টি মেডিক্যাল কলেজের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। যার মধ্যে ৯টি সরকারি এবং চারটি ট্রাস্ট চালাবে।


 

Advertisement