scorecardresearch
 

'আক্ষরিক অর্থেই শব্দহীন বাজির দীপাবলি,' BJP-কে কটাক্ষ ট্যুইট অভিষেকের

মঙ্গলবার খড়দহ, গোসাবা, শান্তিপুর ও দিনহাটা কেন্দ্রে গণনা শুরু হওয়ার পর থেকেই এগিয়ে যেতে থাকেন তৃণমূল প্রার্থীরা। বেলা যত গড়ায় ততই বাড়তে থাকে ব্যাবধান। একইসঙ্গে স্পষ্ট হয়ে যায় ট্রেন্ড। ফলাফল হিসেবে ৪ কেন্দ্রেই জয় আসে তৃণমূলের। 

Advertisement
অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়
হাইলাইটস
  • উপনির্বাচনে জয় তৃণমূলের
  • ট্যুইটে বিজেপিকে কটাক্ষ অভিষেকের
  • জয়ীদের শুভেচ্ছা মমতার

জয়ের ধারা অব্যাহত তৃণমূলের। গত উপনির্বাচনের পর এই উপনির্বাচনেও সবকটি আসনে জয়ী হল তৃণমূল। আর এই জয়ের পর ট্যুইট করে বিজেপিকে দীপাবলির শুভেচ্ছে জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে অভিষেক লেখেন, সত্যিই শব্দবাজি মুক্ত দিওয়ালি। একইসঙ্গে @BJP4India-কে ট্যাগ করে দীপাবলির শুভেচ্ছা জানান অভিষেক। যদিও রাজনৈতিকমহল মনে করছে এই শুভেচ্ছা বার্তার মধ্যে দিয়ে হয়তো পরক্ষে বিজেপিকে খোঁচাই দিলেন অভিষেক। 

মঙ্গলবার খড়দহ, গোসাবা, শান্তিপুর ও দিনহাটা কেন্দ্রে গণনা শুরু হওয়ার পর থেকেই এগিয়ে যেতে থাকেন তৃণমূল প্রার্থীরা। বেলা যত গড়ায় ততই বাড়তে থাকে ব্যাবধান। একইসঙ্গে স্পষ্ট হয়ে যায় ট্রেন্ড। ফলাফল হিসেবে ৪ কেন্দ্রেই জয় আসে তৃণমূলের। 

জয়ের পর ৪ প্রার্থীকে শুভেচ্ছা জানান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে নাম না করে বিজেপিকেও একহাত নেন তিনি। এক ট্যুইটে মমতা লেখেন, জয়ী ৪ প্রার্থীকে শুভেচ্ছা। এই জয় মানুষের জয়। এই ফলাফলই প্রমাণ করল, বাংলার মানুষ উন্নয়ন ও একতার পক্ষে। তাঁরা হিংসার রাজনীতির বিপক্ষে। প্রতিশ্রুতি দিচ্ছি, মানুষের আশীর্বাদকে পাথেয় করে বাংলাকে উচ্চতার শিখরে নিয়ে যাব। 

প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনের সময় করোনায় মৃত্যু হয় খড়দহ কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী কাজল সিনহার। মারণ ভাইরাসেই আক্রান্ত হয়ে মৃত্যু হয় গোসাবার বিধায়ক জয়ন্ত নস্করেরও। অন্যদিকে দিনহাটা ও শান্তিপুরের জয়ী বিজেপি প্রার্থী নিশিথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার জয়ের পরেও সাংসদ পদ না ছাড়েননি। ফলে এই ৪ কেন্দ্রে উপনির্বাচনের আয়োজন করা হয়।  

Advertisement

 

Advertisement