scorecardresearch
 

Burdwan Station: বর্ধমান স্টেশনের বিপর্যয়ে প্রিয়জনকে নিয়ে উদ্বিগ্ন? রইল রেলের হেল্পলাইন নম্বর

বৃহস্পতিবার দুপুর ১২টা ৮ মিনিটে বর্ধমান স্টেশনের ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে। এই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বর্ধমান মেডিক্যালের সুপার।

Advertisement
বর্ধমান স্টেশনে দুর্ঘটনায় হেল্প বুথ। বর্ধমান স্টেশনে দুর্ঘটনায় হেল্প বুথ।
হাইলাইটস
  • জলের ট্যাঙ্ক ভেঙে বড়সড় দুর্ঘটনা ঘটল বর্ধমান স্টেশনে।
  • দুপুর ১২টা ৮ মিনিটে বর্ধমান স্টেশনের ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে।
  • বেশ কয়েক জন যাত্রী জখম হয়েছেন।

জলের ট্যাঙ্ক ভেঙে বড়সড় দুর্ঘটনা ঘটল বর্ধমান স্টেশনে। এই ঘটনায় হাওড়া স্টেশনে হেল্প বুথ খোলা হল। পূর্ব রেলের তরফে হেল্ললাইন নম্বর খোলা হয়েছে। ০৩৩-২৬৪০২২৪২ এবং ২২৯৩৩ নম্বরে ফোন করা যাবে। বৃহস্পতিবার দুপুর ১২টা ৮ মিনিটে বর্ধমান স্টেশনের ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে। এই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বর্ধমান মেডিক্যাল কলেজের সুপার। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত রেলের তরফে মৃত্যুর খবর জানানো হয়নি। এই ঘটনায় বেশ কয়েক জন জখম হয়েছেন বলে জানিয়েছে রেল। আহতদের বর্ধমান মেডিক্যালে ভর্তি করানো হয়েছে। 


পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, এই ঘটনায় প্রথমে ১, ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। দুপুর ১২টা ৫৫ মিনিট থেকে ১ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চালানো শুরু করা হয়। এই মুহূর্তে ১ এবং ৪ নম্বর স্টেশন দিয়ে ট্রেন চলছে। ঘটনাস্থলে যাচ্ছেন হাওড়ার ডিআরএম। 


জলের ট্যাঙ্কের তোড়ে ভেঙে গিয়েছে প্ল্যাটফর্মের শেড। শুরু হয়েছে উদ্ধারকাজ। উদ্ধারকাজে হাত লাগিয়েছে আরপিএফ এবং জিআরপি। আচমকা এই দুর্ঘটনায় আতঙ্কে যাত্রীরা। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারীক কৌশিক মিত্র বলেন, 'জলের ট্যাঙ্ক ভেঙে গিয়েছে। ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের কয়েক জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। ১ এবং ৪ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চালানে হচ্ছে। কী কারণে দুর্ঘটনা, খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে আধিকারিকরা যাচ্ছেন।' নিত্যযাত্রীদের একাংশের অভিযোগ, এই জলের ট্যাঙ্কের রক্ষণাবেক্ষণ নিয়ে বার বার অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি। 

আরও পড়ুন


তিন বছর আগে ২০২০ সালেও বর্ধমান স্টেশনে দুর্ঘটনা ঘটেছিল। ২০২০ সালে স্টেশনের মূল ভবনের একাংশ ভেঙে পড়েছিল। জখম হন কয়েক জন। ভবনের ওই অংশেই ছিল টিকিট কাউন্টার এবং স্টেশনের মূল প্রবেশ পথ। আবার বর্ধমান স্টেশনে দুর্ঘটনা ঘিরে রেলের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে। 
 

Advertisement

Advertisement