scorecardresearch
 

দাঁতনে বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ, যোগ দেওয়া হল না দলীয় কর্মসূচিতে

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) দাঁতনের সাহানিয়া এলাকায় দলের এক কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ এলাকায় ঢোকার আগেই মনোহরপুর অঞ্চলে বিক্ষোভের মুখে পড়েন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সংসদ৷ গাড়ির সামনে বেশ কিছু যুবক বিক্ষোভ দেখাতে থাকেন ৷

Advertisement
দিলীপ ঘোষ দিলীপ ঘোষ
হাইলাইটস
  • বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ
  • তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি সাংসদের
  • অভিযোগ অস্বীকার শাসকদলের

সাংসদ নির্বাচিত হওয়ার পরে এলাকায় যাননি দিলীপ ঘোষ (Dilip Ghosh), সেই অভিযোগ সাংসদের রাস্তা আটকালেন একদল এলাকাবাসী ৷ দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন ও রাস্তা আটকে রাখায় জেরে কর্মসূচিতে যোগ না দিয়েই ফিরে গেলেন বিজেপির রাজ্য সভাপতি৷ এই প্রসঙ্গে তাঁর অভিযোগ, তৃণমূলের লোকজনই এই কাজ করেছে৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল৷

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) দাঁতনের সাহানিয়া এলাকায় দলের এক কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ এলাকায় ঢোকার আগেই মনোহরপুর অঞ্চলে বিক্ষোভের মুখে পড়েন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সংসদ৷ গাড়ির সামনে বেশ কিছু যুবক বিক্ষোভ দেখাতে থাকেন ৷ তাঁদের অভিযোগ, সাংসদ হওয়ার পরে ওই এলাকায় প্রবেশই করেননি দিলীপ ঘোষ। তাই তাঁকে কোনও কর্মসূচিতে যেতে দেওয়া হবে না ৷ কোনও দলের পতাকা ছাড়াই চলতে থাকে বিক্ষোভ। এমনকী মাঝেমধ্যে 'দিলীপ ঘোষ গো ব্যাক' ও 'মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জিন্দাবাদ' স্লোগানও শুনতে পাওয়া যায় ৷ সেই বিক্ষোভের ছবি তুলতে গেলে সংবাদমাধ্যমের এক কর্মীকেও হেনস্থা এবং মারধরের অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ৷ এরপরেই সেখান থেকে ফিরে যান দিলীপবাবু।

এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, "যে সমস্ত মন্ডলে দলীয় কর্মীদের ওপরে হামলা হয়েছে তাঁদের কাছে যাচ্ছিলাম ৷ দেখলাম বাজারে কয়েকজন লোক আমাদের গাড়ি আটকালো৷ রাস্তার পাশ থেকে লোকজনকে ডেকে এই কাজ করা হয়েছে ৷ একজন সাংবাদিককেও মারা হয়েছে৷ কিছুক্ষণ অপেক্ষা করার পরে উত্তেজনা না বাড়িয়ে সেখান থেকে ফিরে এসেছি ৷ এরা আমাদেরই ভোটার ৷ কিন্তু কিছু লোক এসব করে নেতাগিরি দেখানোর চেষ্টা করছে। এটা তৃণমূলের সংস্কৃতি৷" যদিও দিলীপ ঘোষের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন দাঁতনের তৃণমূল (TMC) বিধায়ক বিক্রম প্রধান ৷ তিনি বলেন, "যাঁরা এই কাজ করেছেন তাঁরা বিজেপিরই (BJP) লোক৷ বিজেপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই ঘটনা ঘটেছে ৷ এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই ৷"

Advertisement


 

Advertisement