scorecardresearch
 

Ankita Adhikari: দুর্নীতি মামলায় শিক্ষিকার চাকরি হারানো সেই অঙ্কিতার নতুন 'চাকরি' এবার তৃণমূলে

রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে চাকরি হারিয়েছিলেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী। যা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল রাজ্য রাজনীতিতে। এবার সেই অঙ্কিতাই নয়া দায়িত্ব পেলেন তৃণমূলে। 

Advertisement
অঙ্কিতা অধিকারী। অঙ্কিতা অধিকারী।
হাইলাইটস
  • আদালতের নির্দেশে চাকরি হারিয়েছিলেন অঙ্কিতা অধিকারী।
  • যা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল রাজ্য রাজনীতিতে।
  • এবার সেই অঙ্কিতাই নয়া দায়িত্ব পেলেন।

রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে চাকরি হারিয়েছিলেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী। যা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল রাজ্য রাজনীতিতে। এবার সেই অঙ্কিতাই নয়া দায়িত্ব পেলেন তৃণমূলে। 

জানা গিয়েছে, কোচবিহার জেলা তৃণমূলের সম্পাদক পদে নিয়োগ করা হয়েছে পরেশ-কন্যা অঙ্কিতাকে। শুক্রবার কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে অঙ্কিতার হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। 

প্রসঙ্গত, চলতি বছরে লোকসভা নির্বাচনে তৃণমূলে সক্রিয় ভাবে কাজ করতে দেখা গিয়েছে অঙ্কিতাকে। লোকসভা ভোটে মেখলিগঞ্জে ভাল ফল করেছে তৃণমূল। ওই কেন্দ্রটি অঙ্কিতার বাবা পরেশের। এবার আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে দায়িত্ব পেলেন পরেশ-কন্যা। 

আরও পড়ুন

তৃণমূলে  নতুন দায়িত্ব পেয়ে সংবাদমাধ্যমে অঙ্কিতা বলেন, 'কোচবিহারে জেলা সভাপতির নির্দেশে যে দায়িত্ব আমায় দেওয়া হয়েছে, সেটা সুষ্ঠুভাবে পালন করার চেষ্টা করব। লোকসভা নির্বাচনে যেভাবে বাবার সঙ্গে প্রচারে বেরিয়েছিলাম এবং দলকে যেভাবে সঙ্গে পেয়েছি, তাতে আগামী দিনেও যে নির্বাচন আসছে, সকলকে সঙ্গে নিয়ে দলে কাজ করব।'

রাজ্যে নিয়োগ দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছিল অঙ্কিতার। অভিযোগ উঠেছিল যে, কম নম্বর থাকা সত্ত্বেও বেআইনি ভাবে অঙ্কিতা স্কুলে শিক্ষিকার চাকরি পেয়েছেন। যা নিয়ে মামলা হয়। পরে আদালতের নির্দেশে চাকরি বাতিল হয় অঙ্কিতার। শুধু তাই নয়, বেতনের টাকাও ফেরত দিতে হয় তাঁকে। সেই সময় এই ঘটনায় সরগরম হয়েছিল বাংলা রাজনীতি। আবার সেই অঙ্কিতা খবরের শিরোনামে এলেন। 

শিক্ষায় নিয়োগ দুর্নীতির ঘটনায় এখনও তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য-সহ অনেকে জেলবন্দি। এখনও  চাকরির দাবিতে সরব যোগ্য প্রার্থীরা। এই আবহে চাকরি হারানো অঙ্কিতাকে তৃণমূল নতুন দায়িত্ব দেওয়ায় কটাক্ষ করেছে বিজেপি। 

Advertisement

Advertisement