scorecardresearch
 

Ariadaha Case: আড়িয়াদহকাণ্ডে লিঙ্গ পরিচয় বিকৃত করে অপপ্রচার, ভিডিওটি ৩ বছরের পুরনো; জানাল রাজ্য

আড়িয়াদহের তালতলা ক্লাবে মারধরের ঘটনা ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। ক্লাবে এক জনকে চ্যাংদোলা করে মারধরের ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in। আক্রান্ত পুরুষ না মহিলা, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে রাজ্যের তরফে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় জানালেন, 'লিঙ্গ পরিচয় বিকৃত করে যেভাবে অপপ্রপচার করা হয়েছে সেটা উদ্বিগ্ন।' 

Advertisement
আড়িয়াদহকাণ্ডের ভিডিয়ো পুরনো, জানালেন আলাপন বন্দ্যোপাধ্যায়। আড়িয়াদহকাণ্ডের ভিডিয়ো পুরনো, জানালেন আলাপন বন্দ্যোপাধ্যায়।
হাইলাইটস
  • আড়িয়াদহের তালতলা ক্লাবে মারধরের ঘটনা ঘিরে সরগরম রাজ্য রাজনীতি।
  • ক্লাবে এক জনকে চ্যাংদোলা করে মারধরের ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে।
  • ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in।

আড়িয়াদহের তালতলা ক্লাবে মারধরের ঘটনা ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। ক্লাবে এক জনকে চ্যাংদোলা করে মারধরের ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in। আক্রান্ত পুরুষ না মহিলা, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে রাজ্যের তরফে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় জানালেন, 'লিঙ্গ পরিচয় বিকৃত করে যেভাবে অপপ্রপচার করা হয়েছে সেটা উদ্বিগ্ন।' 

একই সঙ্গে তিনি জানিয়েছেন, 'সাম্প্রতিক উপনির্বাচনের সময়, নির্বাচন কমিশন যখন শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য রাজ্য সরকার ও প্রশাসনকে বার বার বলছিল, সেই সময়  ৩ বছরের পুরনো একটি ঘটনায়  লিঙ্গ পরিচয় বিকৃত করে যেভাবে অপপ্রপচার করা হয়েছে তাতে রাজ্য সরকার উদ্বিগ্ন।' 

আড়িয়াদহে মারধরের ঘটনার মূল পাণ্ডা জয়ন্ত সিংকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। জয়ন্তের নানা কীর্তির কথা খবরে আসছে। এই প্রসঙ্গে আলাপন বলেন, 'অভিযুক্ত জয়ন্ত সিংকে বার বার গ্রেফতার করা হয়েছে। ৫টি মামলায় ৫ বার গ্রেফতার হয়েছেন ২০১৬ সাল থেকে। পুলিশ সূত্র অনুযায়ী, জয়ন্ত পুরনো গুন্ডা।'

আরও পড়ুন

সাংবাদিক বৈঠকে আলাপনের পাশে ছিলেন রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা মনোজ বর্মা। তিনি বলেন, পরিস্থিতি একটু এদিক-ওদিক হতে দেখলেই কড়া পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়। আইনশৃঙ্খলা ভাঙলে উপযুক্ত পদক্ষেপ করা হবে। 

 জয়ন্তের গ্যাংয়ের একের পর এক অত্যাচারের ভিডিয়ো গত কয়েক দিনে প্রকাশ্যে এসেছে। যদিও ওই ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in। এক কিশোরের যৌনাঙ্গে সাঁড়াশি দিয়ে চেপে অত্যাচারের ঘটনা প্রকাশ্যে এসেছে। এই ঘটনায় জয়ন্তের শাগরেদ প্রসেন ওরফে লাল্টুকে গ্রেফতার করল পুলিশ। লাল্টুকে গ্রেফতার করেছে বেলঘরিয়া থানার পুলিশ। জানা গিয়েছে, কোনও একটি চুরির ঘটনায় এক কিশোরকে ক্লাবে তুলে নিয়ে এলে তার গোপনাঙ্গে সাঁড়াশি দিয়ে চাপ দেওয়া  হয় বলে অভিযোগ। 

Advertisement

প্রসঙ্গত, আড়িয়াদহের তালতলা ক্লাবে এক জনকে চ্যাংদোলা করে ঝুলিয়ে রেখে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in। এই ঘটনায় অভিযোগ উঠেছে জয়ন্ত সিং নামে এক ব্যক্তির বিরুদ্ধে।  যিনি 'জায়ান্ট' নামেই এলাকায় পরিচিত।


আড়িয়াদহের ঘটনা প্রসঙ্গে বৃহস্পতিবার মুম্বই যাওয়ার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'উপনির্বাচনে তৃণমূলকে ড্যামেজ করতেই ৭২ ঘণ্টা আগে থেকে পুরনো ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয়েছিল।' তবে কোন ভিডিয়োর কথা, তা নির্দিষ্ট করে বলেননি মুখ্যমন্ত্রী। মনে করা হচ্ছে, আড়িয়াদহের ঘটনার প্রসঙ্গেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্য। মমতা আরও বলেছেন, 'ওই ঘটনা ২০২১ সালের। তখন ওখানে এমপি ছিলেন অর্জুন সিং।'
 

Advertisement