scorecardresearch
 

বাংলায় কমছে আক্রান্ত-করোনা মুক্তের ব্যবধান, চিন্তা বাড়ছে রাজ্যে

এ রাজ্যে বুধবার পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৯০ হাজার ৭০ জন। বাংলায় করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা মোট ২৪ হাজার ১৬৬

Advertisement
বাংলায় করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা মোট ২৪ হাজার ১৬৬ বাংলায় করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা মোট ২৪ হাজার ১৬৬
হাইলাইটস
  • বুধবার কলকাতার নাইসেডে কোভ্যাকসিনের তৃতীয় এবং শেষ ধাপের ট্রায়াল শুরু হল
  • তবে এখনই করোনা থেকে মুক্ত হবার আশা দেখছে না বাংলা
  • দেখে নেওয়া যাক বুধবারের পরিসংখ্যান কী বলছে

বুধবার কলকাতার নাইসেডে কোভ্যাকসিনের তৃতীয় এবং শেষ ধাপের ট্রায়াল শুরু হল। রাজ্যপাল জগদীপ ধনকর উদ্বোধনে উপস্থিত ছিলেন। আজ সরকারিভাবে কোভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হল কলকাতায়। তবে এখনই বিপদমুক্ত বাংলা একথা বলা যাচ্ছে না। দেখে নেওয়া যাক বুধবারের পরিসংখ্যান কী বলছে।

এ রাজ্যে বুধবার পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৯০ হাজার ৭০ জন।  বাংলায় করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা মোট ২৪ হাজার ১৬৬। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা হানা হয়েছে ৩২৭১ জনের দেহে। যা পূর্ববর্তী সব রেকর্ড ছাপিয়ে না গেলেও সংখ্যাটা নেহাত কম নয়। 

গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে ৮৫২৭। বাংলায় একদিনে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা কমেছে ৫৫। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য জানা গিয়েছে। 

যদিও গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ২৭৫ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লক্ষ ৫৭ হাজার ৩৭৭ জন। রাজ্যে সুস্থতার হার  ৯৩.৩৩ শতাংশ।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার ৪২ হাজার ৬২৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৪৯ লক্ষ ৫৮ হাজার ৭৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 

রাজ্যে মোট ৯২টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্যে সরকারি কোভিড হাসপাতালের সংখ্যা ৩৭, বেসরকারি হাসপাতালের সংখ্যা ৫৫। মোট কোভিড বেডের সংখ্যা ১২ হাজার ৭১৫, মোট আইসিউ বেডের সংখ্যা ১২৪৩। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৭৯০টি।

এদিকে, জেলায় জেলায়ও সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।  কোভিড-১৯ অ্যাক্টিভ কেসের নিরিখে সব জেলাকে টপকে এখনও শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ৬২০৩। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৫৬৩১), দক্ষিণ ২৪ পরগনা (১৫৫৮), হাওড়া (১০৯৩), হুগলি (৭৮২), পূর্ব মেদিনীপুর (৮৭০), নদিয়া (১০৩৯), পশ্চিম মেদিনীপুর (৭০৮)।

Advertisement

Advertisement