নির্বাচন যত এগিয়ে আসছে ততই অশান্ত হচ্ছে পরিস্থিতি। হালিশহরে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির তরফে বলা হচ্ছে, তাদের গৃহ সম্পর্ক অভিযান চলাকালীন পিটিয়ে খুন করা হয় দলীয় কর্মীকে।
পদ্ম শিবিরের তরফে বলা হয়েছে, এদিন এলাকায় গৃহ সম্পর্ক অভিযান চালানোর সময় স্থানীয় তৃণমূল নেতার ঘনিষ্ঠরা হামলা চালায়। জানা গিয়েছে, মৃত ব্যক্তি হালিশহর পুরসভার কর্মী ছিলেন। আহত অবস্থায় ওই ব্যক্তিকে কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
বিজেপি কর্মী খুনের ঘটনায় শাসক দল তৃণমূলের দিকেই অভিযোগের তির। তবে রাজ্যের শাসক দল সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে। বরং তৃণমূল কংগ্রেসের তরফে দায় চাপানো হয়েছে বিজেপির গোষ্ঠীদ্বন্ধের দিকে। ব্যারাকপুরের তৃণমূলের সাংসদ অর্জুন সিংয়ের কথায়, “পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক পরিবেশ নেই। তৃণমূল হামলা চালিয়েছে। লোকসভা নির্বাচনের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি তৃণমূল।"
হালিশহরের তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক বলেছেন, “যে কোনও মৃত্যুই দুর্ভাগ্যজনক। তবে এতে রাজনীতির রং লাগানো ঠিক নয়। পুরনো আক্রোশের জেরে খুন হয়েছেন ওই ব্যক্তি। পুলিশ তদন্ত করছে।" এই ঘটনায় গোটা হালিশহরে চরম উত্তেজনা ছড়িয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।