scorecardresearch
 

"বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছে বাংলাদেশি-রোহিঙ্গারা", মারাত্মক অভিযোগ সায়ন্তনের

সায়ন্তন বসু অভিযোগ করেন, "জঙ্গিরা পশ্চিমবঙ্গে পলিটিক্যাল প্রোটেকশান পায়। এটা ভোটব্যাঙ্ক রাজনীতি। কারণ এবার রোহিঙ্গারা ভোট দিয়েছে, বাংলাদেশি মুসলমানরা ভোট দিয়েছে। আর সেই ভোটেই মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন।"

Advertisement
সায়ন্তন বসু সায়ন্তন বসু
হাইলাইটস
  • "পশ্চিমবঙ্গের নির্বাচনে ভোট দিয়েছে বাংলাদেশি মুসলিম ও রোহিঙ্গারা"
  • "তাদের ভোটেই জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়"
  • চাঞ্চল্যকর দাবি সায়ন্তন বসুর

বিধানসভি নির্বাচন নিয়ে এবার মারাত্মক অভিযোগ বিজেপি (BJP) নেতা সায়ন্তন বসুর (Sayantan Basu)। সম্প্রতি জেএমবি জঙ্গি সন্দেহে শহর কলকাতা থেকে ৩ জনকে গ্রেফতার করেছে এসটিএফ। সেই বিষয়ে আজতক বাংলাকে ফোনে প্রতিক্রিয়া দিতে গিয়ে সায়ন্তন বসু অভিযোগ করেন, "জঙ্গিরা পশ্চিমবঙ্গে পলিটিক্যাল প্রোটেকশান পায়। এটা ভোটব্যাঙ্ক রাজনীতি। কারণ এবার রোহিঙ্গারা ভোট দিয়েছে, বাংলাদেশি মুসলমানরা ভোট দিয়েছে। আর সেই ভোটেই মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে ভোটব্যাঙ্কে আঘাত আসবে। সেই কারণেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না।" শুধু তাই নয়, এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যেই অভিযোগ জানান হয়েছে বলেও দাবি করেন সায়ন্তন বসু। এমনকী আগামী সপ্তাহে আরও একবার তাঁরা কমিশনের দ্বারস্থ হবেন বলেও জানান এই বিজেপি নেতা। 

দেবাঞ্জন প্রসঙ্গে সায়ন্তন

এখানেই শেষ নয়, ভুয়ো আইএএস অফিসার দেবাঞ্জন দেবের (Debanjan Deb) বিষয়টিও তাঁরা নির্বাচন কমিশনের সামনে তুলে ধরবেন বলে জানান সায়ন্তন বসু। কারণ বিজেপি নেতার দাবি, "দেবাঞ্জন কলকাতা পুরসভার যুগ্ম কমিশনার হিসাবে নিজের পরিচয় ব্যবহার করে ভোটার তালিকার তদারকি করছেন এবং কমিশনের দফতরে রোহিঙ্গাদের নাম অন্তর্ভুক্ত করেছেন।" আর সেই কারণেই তাঁরা বিষয়টি কমিশনের নজরে আনতে চান বলে জানান সায়ন্তনবাবু। 

পালটা প্রশ্ন দেবাংশুর

যদিও সায়ন্তন বসুর অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন তৃণমূলের (TMC) যুব নেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। দেবাংশুর পালটা বলেন, "সায়ন্তন বসুর অবিলম্বে বিজেপি থেকে পদত্যাগ করা উচিত। কারণ, তিনি তাহলে কেমন নেতা, যিনি ভুয়ো ভোটার ধরতে পারেন না, বিদেশি ভোটার ধরতে পারেন না?" দেবাংশু প্রশ্ন তোলেন, "বাংলাদেশি ভোটাররা তো খুব বেশি হলে মালদা,মুর্শিদাবাদে বা হাওড়ার একটা অংশে ঢুকবে, কারণ সেখানকার সংস্কৃতি তাদের সঙ্গে মেলে। কিন্তু বাঁকুড়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনায় নিজেদের জেতা আসনগুলো হারল কেন বিজেপি? কেনই বা বনগাঁ ডিভিশনের আসনগুলি এত কম মার্জিনে জিতল?" এক্ষেত্রে বিজেপির এই সমস্ত অভিযোগ পরাজয়ের অজুহাত বলেই মনে করেন দেবাংশ ভট্টাচার্য। 

Advertisement


 

Advertisement