scorecardresearch
 

আসানসোলে বিজেপিতে ধস, তৃণমূলে যোগ ৩ হাজার কর্মীর

আসানসোল (Asansol) রবীন্দ্র ভবনে মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন প্রায় ৩ হাজার কর্মী সমর্থক ও ৩৮ জন পদাধিকারী। এই সমস্ত নেতা কর্মী সমর্থকেরা আসানসোল উত্তর বিধানসভা এলাকা থেকে ঘাসফুল শিবিরে যোগদান করেছেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • বিজেপিতে ভাঙন অব্যাহত
  • তৃণমূলে যোগ ৩ হাজার কর্মী ও ৩৮ নেতার
  • মলয় ঘটকের হাত ধরে যোগদান

বিজেপিতে ভাঙন অব্যাহত। এবার আসানসোলে বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) যোগ  দিলেন ৩০০০ কর্মী সমর্থক ও ৩৮ জন নেতা। রবিবার বিধায়ক তথা মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে তৃণমূলে যোগদান করেন তাঁরা। মন্ত্রী ছাড়াও এদিনের যোগদান কর্মসূচতে উপস্থিত ছিলেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। 

এদিন, আসানসোল (Asansol) রবীন্দ্র ভবনে মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন প্রায় ৩ হাজার কর্মী সমর্থক ও ৩৮ জন পদাধিকারী। এই সমস্ত নেতা কর্মী সমর্থকেরা আসানসোল উত্তর বিধানসভা এলাকা থেকে ঘাসফুল শিবিরে যোগদান করেছেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের। 

এই প্রসঙ্গে, মন্ত্রী মলয় ঘটন বলেন, "দীর্ঘদিন ধরে বিজেপি করতেন এমন নেতৃত্ব ও তিন হাজারের বেশি কর্মী তৃণমূলে যোগদান করেছেন। কারণ তাঁরা বুঝতে পেরেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই পশ্চিমবঙ্গের উন্নতি করেছেন, এবং আগামিদিনে ভারতবর্ষের উন্নতিও তিনিই করবেন।" অন্যদিকে বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে আসা এক নেতা মদনমোহন চৌবে বলেন, "দলে যেভাবে নোংরামো চলছে তাতে কর্মীরা অবহেলিত হচ্ছেন। শিল্পাঞ্চলে মা মাটি মানুষের সরকার থাকবে, আর হিন্দিভাষীদের উন্নয়ন করবে।" 

প্রসঙ্গত বিধানসভা নির্বাচনের পর থেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের ধারা শুরু হয়েছে। ইতিমধ্যেই গেরুয়া শিবির ছেড়ে পুরনো দলে ফিরেছেন মুকুল রায় (Mukul Roy)। তারপর থেকে প্রায় প্রতিদিনই বিভিন্ন জেলায় দলে দলে চলছে দলবদলের পালা। বিজেপির বেশ কয়েকজন বিধায়কও তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের। অন্যদিকে আবার দলের ভাঙন আটকাতে উঠে পড়ে লেগেছে বিজেপিও। আগামী ২৯ তারিখ বিজেপির রাজ্য কমিটির বৈঠক রয়েছে। সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই দলের সমস্ত বড় নেতানেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও সূত্রের খবর। 


 

Advertisement

Advertisement