scorecardresearch
 

Sukanta Majumder Letter: 'হিংসার উস্কানি দিয়েছেন মমতা', 'আগুন' হুঁশিয়ারিতে শাহকে চিঠি সুকান্তের

মমতার 'ফোঁস' মন্তব্য এবং অসম, ত্রিপুরা, উত্তরপ্রদেশকে আগুন লাগানোর হুঁশিয়ারিতে নিন্দায় সরব বিরোধীরা। এই বক্তব্যের প্রেক্ষিতে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ এনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।  

Advertisement
বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার

মমতার 'ফোঁস' মন্তব্য এবং অসম, ত্রিপুরা, উত্তরপ্রদেশকে আগুন লাগানোর হুঁশিয়ারিতে নিন্দায় সরব বিরোধীরা। এই বক্তব্যের প্রেক্ষিতে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ এনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।  

শুধু তাই নয়, এদিন সাংবাদিক বৈঠকে সুকান্ত বলেন, ‘‘আমি কেন্দ্রীয় এজেন্সিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নজর রাখার আবেদন জানাব ৷’’

বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী হিংসায় উস্কানি দিয়েছেন বলে অভিযোগ করেন সুকান্ত ৷ বিষয়টি তুলে ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে সুকান্ত দাবি করেন, মমতা শুধু হিংসায় উস্কানিই দেননি, অন্য রাজ্যগুলিতে আগুন লাগানোর মতো দেশবিরোধী মন্তব্যও করেছেন ৷ সাংসদের আরও দাবি, সাংবিধানিক পদে থেকে এই মন্তব্য মমতা করতে পারেন না ৷ 

আরও পড়ুন

উল্লেখ্য, এদিন মমতা হুঁশিয়ারি দিয়েছিলেন, "মোদীবাবু, মনে রাখবেন বাংলা জ্বললে অসম, ত্রিপুরা, বিহার, উত্তরপ্রদেশ, ওড়িশা, ঝাড়খণ্ড, দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ার টলমল করে দেব।" সুকান্তের দাবি,
কেন্দ্রীয় এজেন্সির কাছে আবেদন করবেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপর যেন নজর রাখা হয় যে তিনি কোন কোন বিদেশী শক্তির সঙ্গে বৈঠক করছেন কিনা।

শুধু তাই নয়, এদিন মমতার মন্তব্যকে কটাক্ষ করেন পাশের রাজ্যগুলিও। মমতা বন্দ্যোপাধ্যায়ের অসম 'জ্বলবে' মন্তব্যকে 'ব্যর্থতার রাজনীতি' বলে পাল্টা আক্রমণ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এক্স হ্যান্ডেলে তিনি বলেন, "দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়), অসমকে হুমকি দেওয়ার সাহস কী করে হল? আপনার রক্তচক্ষু আমাদের দেখাবেন না। আপনার ব্যর্থতার রাজনীতি দিয়ে ভারতে আগুন দেওয়ার চেষ্টা করবেন না। বিভেদমূলক ভাষায় কথা বলা আপনার পক্ষে উপযুক্ত নয়।" মমতার এহেন মন্তব্য নিয়ে উঠেছে সমালোচনার ঝড়।

Advertisement

Advertisement