scorecardresearch
 

BJP-র মঞ্চ বাঁধায় পুলিশের বাধা, কেন্দ্রীয় মন্ত্রীর সামনেই ধুন্ধমার উত্তরপাড়ায়

মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের নেতৃত্বে শহিদ সম্মান যাত্রার আয়োজন করে বিজেপি। সেই মতো উত্তরপাড়া গৌরি সিনেমা হলের সামনে মঞ্চ বাঁধার কথা ছিল গেরুয়া শিবিরের। কিন্তু সেই মঞ্চ বাঁধতে বাধা দেয় পুলিশ। যার জেরে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় বিজেপি নেতা কর্মীদের। সেই ঘটনায় বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সহসভাপতি প্রণব চক্রবর্তী, উত্তরপাড়া মন্ডল সভানেত্রী সরস্বতী চৌধুরী সহ ১৫ জনকে আটক করে পুলিশ। 

Advertisement
তৃণমূলের সমালোচনায় সুভাষ সরকার তৃণমূলের সমালোচনায় সুভাষ সরকার
হাইলাইটস
  • পুলিশ-বিজেপি বচসা উত্তরপাড়ায়
  • সুভাষ সরকারের সামনেই উত্তেজনা
  • তৃণমূলের তীব্র সমালোচনায় কেন্দ্রীয় মন্ত্রী

বিজেপির (BJP) শহিদ সম্মান যাত্রাকে কেন্দ্র করে ধুন্ধুমারকাণ্ড ৷ ঘটনাস্থল হুগলির উত্তরপাড়া। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের নেতৃত্বে শহিদ সম্মান যাত্রার আয়োজন করে বিজেপি। সেই মতো উত্তরপাড়া গৌরি সিনেমা হলের সামনে মঞ্চ বাঁধার কথা ছিল গেরুয়া শিবিরের। কিন্তু সেই মঞ্চ বাঁধতে বাধা দেয় পুলিশ। যার জেরে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় বিজেপি নেতা কর্মীদের। সেই ঘটনায় বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সহসভাপতি প্রণব চক্রবর্তী, উত্তরপাড়া মন্ডল সভানেত্রী সরস্বতী চৌধুরী সহ ১৫ জনকে আটক করে পুলিশ। 

এদিকে এদিন উত্তরপাড়ার জয়কৃষ্ণ লাইব্রেরিতে (Uttarpara Joykrishna Library পৌঁছান কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার (Subhash Sarkar)। সেখানে মনীষীদের মূর্তিতে মাল্যদান করেন তিনি। একইসঙ্গে দলের কর্মসূচিতে পুলিশ বাধা দেওয়ায় তীব্র ক্ষোভও প্রকাশ করেন সুভাষবাবু। তিনি বলেন, 'রাজ্যের শাসকদল ভয় পেয়েই পুলিশ প্রশাসনকে দলের কার্যকর্তা ও দলীয় নেতার মতো ব্যবহার করছে।' তবে তাতে বিজেপির কোনও কর্মসূচি আটকাবে না বলেই সাফ জানিয়েদেন তিনি। 

একইসঙ্গে এদিন ত্রিপুরায় তৃণমূলের (TMC) ওপর হামলার বিষয়ে প্রশ্ন করা হলে সুভাষ সরকার বলেন, 'ব্রাত্য বসু একটি প্রদেশের শিক্ষামন্ত্রী। তিনি অন্য প্রদেশে গিয়েছেন। তাঁকে পাইলট গাড়ি ও ব্রুলেটপ্রুফ গাড়ি দেওয়া হয়েছে।' কিন্তু তারপরেও তৃণমূল সেখানে নাটক করে নিজেদের গাড়ি নিজেরা ভাঙছে বলেই কার্যত অভিযোগ করেন কেন্দ্রীয় মন্ত্রী। তৃণমূলকে বিঁধে সুভাষবাবু পালটা প্রশ্ন তোলেন, 'যাঁরা সংসদে মার্শালের ওপর আক্রমণ করতে পারে, তাঁদের আচরণের কোনও ভরসা আছে?'  


 

Advertisement