scorecardresearch
 

'গরু-ছাগল নাকি যে আটকে রাখব?', দলত্যাগীদের বিঁধলেন দিলীপ

দলত্যাগী বিধায়কদের কটাক্ষ করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 'দলত্যাগী বিধায়করা কি গরু, ছাগল যে তাঁদের আটক রাখব?', এই ভাষাতে কটাক্ষ করলেন তিনি। শনিবার কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় BJP ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। আর সেই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গরু-ছাগল প্রসঙ্গ টেনে আনেন দিলীপ ঘোষ।

Advertisement
দিলীপ ঘোষ দিলীপ ঘোষ
হাইলাইটস
  • দলত্যাগী বিধায়কদের কটাক্ষ করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ
  • 'দলত্যাগী বিধায়করা কি গরু, ছাগল যে তাঁদের আটক রাখব?'
  • এই ভাষাতে কটাক্ষ করলেন তিনি

দলত্যাগী বিধায়কদের কটাক্ষ করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 'দলত্যাগী বিধায়করা কি গরু, ছাগল যে তাঁদের আটক রাখব?', এই ভাষাতে কটাক্ষ করলেন তিনি। শনিবার কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় BJP ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। আর সেই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গরু-ছাগল প্রসঙ্গ টেনে আনেন দিলীপ ঘোষ।  


এদিন বীরভূমে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। উপস্থিত সাংবাদিকরা তাঁকে দলত্যাগী বিধায়কদের নিয়ে প্রশ্ন করেন। তার জবাবে মেদিনীপুরের সাংসদ বলেন, 'দলবদল এখন ফ্যাশন হয়ে গেছে। তিন-চারজন এখন আছেন, ছিলেন যাঁরা কখনও দলের সঙ্গে আসেনি। অন্য দলের সেই লোকেদের আমরা ক্যান্ডিডেট করেছিলাম। আমাদের দলেও প্রথম থেকেই এঁদের নিয়ে বিরোধ ছিল। কিন্তু, তাও আমরা তাঁদের জায়গা দিয়েছি। তাঁরা জিতে এসেছেন।'  

আরও পড়ুন : Mamata Banerjee Bhawanipur: ভবানীপুরে শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ভোটপ্রচার; দেখুন

BJP ছাড়ছেন কেন বিধায়করা? 

এই নিয়ে দিলীপ ঘোষ বলেন, 'এখন তাঁদের হয়তো কোন অসুবিধা আছে। বিভিন্ন রকম ব্যক্তিগত সুবিধা ব্যবসা-বাণিজ্য, কাউকে চাপ দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, লোভ দেখানো হচ্ছে। যাঁরা হজম করতে পারছেন না, তাঁরা চলে যাচ্ছেন। যাঁরা দলবদল করছেন, তাঁরা সকলেই তৃণমূল থেকে এসেছিলেন। তাঁদের ব্যবসা-বাণিজ্য ও লাভের কারণে চলে যাচ্ছে। মুকুলবাবু যদি চলে যেতে পারেন তাহলে যে কেউ চলে যেতেই পারেন।' 

এরপরই দিলীপ ঘোষের সংযোজন, 'যাঁরা ওঁদের জিতিয়েছিলেন, তাঁরা এখনও আমাদের সঙ্গেই আছেন। এঁরা তো গরু-ছাগল নয় যে আটকে রাখব? রাজনীতিতে যেদিকে পাল্লা ভারী থাকে সেদিকে লোক চলে যায়।' 

আরও পড়ুন : শুধু বিকিনি পরে এয়ারপোর্টে গটগট করে হেঁটে গেলেন যুবতী, তারপর যা হল

প্রসঙ্গত, একুশের ফলাফল সামনে আসার পর প্রথম BJP ত্যাগ করেন মুকুল রায়। পুরোনো দল তৃণমূলে ফিরে যান তিনি। তারপর একে একে বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস, বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ গেরুয়া শিবির ত্যাগ করেন। সেই তালিকায় শনিবার নাম লেখান সৌমেন রায়। কালিয়াগঞ্জের এই বিধায়ক তৃণমূলে ফিরে বলেন, 'বাংলা তথা উত্তরবঙ্গের উন্নয়নে সামিল হতে তিনি তৃণমূলে ফিরেছেন।' 

Advertisement

Advertisement