scorecardresearch
 

Pamela Goswami Arrested: ব্যাগ ও গাড়িতে মিলল কোকেন! গ্রেফতার বিজেপি নেত্রী পামেলা গোস্বামী

বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক পাওয়া গিয়েছে নেত্রীর গাড়িতে। নিউ আলিপুর থেকে গ্রেফতার করা হয় বিজেপি নেত্রীকে। পুলিসের কাছে আগে থেকেই খবর ছিল পামেলার মাদকযোগের। গ্রেফতার করা হয়েছে তাঁর ঘনিষ্ঠ সহযোগী এবং বিজেপি নেতা প্রবীর কুমার দে-কে।

Advertisement
১০০ গ্রাম কোকেনসহ রাজ্য বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক পামেলা গোস্বামী ১০০ গ্রাম কোকেনসহ রাজ্য বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক পামেলা গোস্বামী
হাইলাইটস
  • কোকেন সহ গ্রেফতার বিজেপি নেত্রী পামেলা গোস্বামী
  • নিউ আলিপুর থেকে আটক করা হয়েছে তাঁকে
  • বিজেপি নেত্রীর ব্যাগ ও গাড়িতে মিলেছে মাদক দ্রব্য

কলকাতার নিউ আলিপুর থেকে কয়েক লক্ষ টাকার কোকেন সহ পুলিশের হাতে গ্রেফতার হলেন বিজেপির যুবমোর্চার পর্যবেক্ষক ও হুগলি জেলার সাধারন সম্পাদক পামেলা গোস্বামী।

বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক পাওয়া গিয়েছে নেত্রীর গাড়িতে। নিউ আলিপুর থেকে গ্রেফতার করা হয় বিজেপি নেত্রীকে। পুলিসের কাছে আগে থেকেই খবর ছিল পামেলার মাদকযোগের। গ্রেফতার করা হয়েছে তাঁর ঘনিষ্ঠ সহযোগী এবং বিজেপি নেতা প্রবীর কুমার দে-কে। নিউ আলিপুরের রাস্তায় পুলিশ তাঁদের গাড়ি থামিয়ে তাতে তল্লাশি চালিয়ে পামেলার ব্যাগ ও গাড়ি থেকে ওই ১০০ গ্রাম কোকেন উদ্ধার করে। যার বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা।

বিজেপির যুবমোর্চার পর্যবেক্ষক ও হুগলি জেলার সাধারণ সম্পাদক হওয়ার সুবাদে কেন্দ্রীয় সুরক্ষা পান পামেলা গোস্বামী। এদিন তাঁর সঙ্গে এক কেন্দ্রীয় জওয়ান ছিলেন যিনি নিরাপত্তারক্ষী হিসাবে।

পুলিশের দাবি, সূত্র মারফত আগে থেকেই তাদের কাছে এই মাদক পাচারে চক্রের কিছু তথ্য হাতে এসেছিল। গোপন সূত্রে পাওয়া সেই তথ্যের ওপর ভিত্তি করেই শুক্রবার ওই এলাকায় আগে থেকে ফাঁদ পেতে অপেক্ষা করছিল আলিপুর থানার পুলিশ। ঘনিষ্ঠ বন্ধু প্রবীর কুমার দে-কে সঙ্গে নিয়ে বিজেপি নেত্রী পামেলা গোস্বামীর ওই এলাকায় পৌঁছাতেই তাদেরকে ঘিরে ফেলে পুলিশের মোট আটটি গাড়ি। এরপর তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। 

পরে তাঁদের বয়ানে অসঙ্গতি মিললে তল্লাশি চালানো হয় তাদের গাড়িতেও। পুলিশ সূত্রে খবর, বিজেপি নেত্রী পামেলা গোস্বামীর হাত ব্যাগ এবং তাদের গাড়ি থেকে আলাদা আলাদা পাউচে প্রায় ১০০ গ্রাম কোকেন উদ্ধার হয়। এরপরেই তাদের দু'জনকে গ্রেফতার করে নিউ আলিপুর থানার পুলিশ।

Advertisement