scorecardresearch
 

রাজ্যে ফের বিষমদের বলি, বর্ধমানে মৃত ৪

বৃহস্পতিবার রাতে বসে মদ্যপানের আসর। তবে তাঁরা প্রত্যেকে একসঙ্গে মদ খেয়েছিলেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। কিছুক্ষণ পর থেকেই তাঁরা একে একে অসুস্থ হতে শুরু করেন। সকলের দেহেই একই উপসর্গ দেখা যায়। অসুস্থদের দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। চিকিৎসা চলাকালিন মৃত্যু হয় আরও ৩ জনের। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • বিষমদে অসুস্থ বেশকয়েকজন
  • এখনও পর্যন্ত মৃত্যু ৪
  • তদন্ত চালাচ্ছে পুলিশ

আবারও রাজ্যে বিষমদের বলি। এবার ঘটনাস্থল বর্ধমানের (Burdwan) বাহির সর্বমঙ্গলা পাড়া। ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বাকি আরও কয়েকজনের চিকিৎসা চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কোন দোকান থেকে মদ কেনা হয়েছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। 

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বসে মদ্যপানের আসর। তবে তাঁরা প্রত্যেকে একসঙ্গে মদ খেয়েছিলেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। কিছুক্ষণ পর থেকেই তাঁরা একে একে অসুস্থ হতে শুরু করেন। সকলের দেহেই একই উপসর্গ দেখা যায়। অসুস্থদের দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। চিকিৎসা চলাকালিন মৃত্যু হয় আরও ৩ জনের। 

এদিকে ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। শহর জুড়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান। কোন দোকান থেকে মদ কেনা হয়েছিল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। একইসঙ্গে আতঙ্কও ছডিয়েছে শহরবাসীর মধ্যে। 

প্রসঙ্গত রাজ্যে বিষমদে মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। এর আগেও বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে। তারমধ্যে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের বিষমদকাণ্ডের মর্মান্তিক স্মৃতি আজও রাজ্যবাসীর মনে অমলিন। বহু মানুষের মৃত্যু হয়েছিল সেই ঘটনায়। 

আরও পড়ুন৮ মাসে ৩ বার ঘোড়াকে ধর্ষণ, CCTV ফুটেজে যুবকের কুকীর্তি ফাঁস

 

Advertisement