scorecardresearch
 

Ghatal Lok Sabha Results Case: ঘাটালে ভোটে বড় কারচুপি হয়েছিল? হিরণের মামলায় একাধিক পদক্ষেপ হাইকোর্টের

ঘাটাল লোকসভা কেন্দ্রের ফল নিয়ে বিশেষ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ওই লোকসভা কেন্দ্রের সমস্ত ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ, ভিভিআর, ইভিএম, ব্যালট, অফিস নোট, নির্বাচনী কাগজ সংরক্ষণ করে রাখার নির্দেশ দিল আদালত। বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের আবেদনের ভিত্তিতে এই নির্দেশ। সব পক্ষকে নোটিস ইস্যু করতে নির্দেশ দেওয়া হয়েছে। 

Advertisement
কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন হিরণ। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন হিরণ।
হাইলাইটস
  • ঘাটাল লোকসভা কেন্দ্রের ফল নিয়ে বিশেষ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
  • বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের আবেদনের ভিত্তিতে এই নির্দেশ।
  • সব পক্ষকে নোটিস ইস্যু করতে নির্দেশ দেওয়া হয়েছে। 

ঘাটাল লোকসভা কেন্দ্রের ফল নিয়ে বিশেষ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ওই লোকসভা কেন্দ্রের সমস্ত ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ, ভিভিআর, ইভিএম, ব্যালট, অফিস নোট, নির্বাচনী কাগজ সংরক্ষণ করে রাখার নির্দেশ দিল আদালত। বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের আবেদনের ভিত্তিতে এই নির্দেশ। সব পক্ষকে নোটিস ইস্যু করতে নির্দেশ দেওয়া হয়েছে। 

গত লোকসভা নির্বাচনে রাজ্যে অন্যতম নজরকাড়া কেন্দ্র ছিল ঘাটাল। একদিকে তৃণমূলের তারকা সাংসদ দেব, অন্য দিকে, বিজেপির তারকা বিধায়ক হিরণ। টলিপাড়ার দুই নায়কের দ্বৈরথ ঘিরে সরগরম ছিল রাজ্য রাজনীতি। ভোটের আবহে দেব বনাম হিরণ বাগযুদ্ধও শোরগোল ফেলে দিয়েছিল। তবে ভোটের ফলে দেবের কাছে হারতে হয় হিরণকে। 

ভোটের ফল প্রকাশের পর নির্বাচনী কারচুপির অভিযোগে মামলা দায়ের করেছেন হিরণ। দায়ের করা হয় ইলেকশন পিটিশন। সেই মামলার শুনানিতে শুক্রবার এমন নির্দেশ দিয়েছে আদালত। 

আরও পড়ুন

শুধু হিরণ নন, আদালতের দ্বারস্থ হয়েছেন ডায়মন্ড হারবারের পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাসও। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ভোট বাতিলের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী। ডায়মন্ড হারবার কেন্দ্রে পুনরায় নির্বাচনের আবেদন জানিয়েছেন তিনি। এই নিয়ে ইলেকশন পিটিশন দায়ের করেছেন অভিজিৎ। গত লোকসভা নির্বাচনে অন্যতম নজরকাড়া কেন্দ্র ছিল ডায়মন্ড হারবার। দক্ষিণ ২৪ পরগনার এই কেন্দ্রটি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় হিসাবেই পরিচিত। ২০১৪ সাল থেকে দক্ষিণ ২৪ পরগনার এই কেন্দ্রে সাংসদ তৃণমূলের 'সেনাপতি'। অভিষেককে হারাতে মরিয়া ছিল পদ্ম শিবির। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার বহুদিন পরও এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছিল না বিজেপি। কেন ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করছে না বিজেপি, তা নিয়ে সরগরম ছিল রাজ্য রাজনীতি। অভিষেকের বিরুদ্ধে কে প্রার্থী হবেন, তা নিয়ে জল্পনায় উঠে এসেছিল বিভিন্ন নাম। শেষমেশ, এলাকার ভূমিপুত্র অভিজিৎকে ডায়মমন্ড হারবারে প্রার্থী করে বিজেপি।এবার নির্বাচনে প্রায় ৭ লক্ষের বেশি ভোটে জিতেছেন অভিষেক। অভিষেকের কাছে বিপুল ভোটের ব্যবধানে হেরে যান অভিজিৎ। অভিজিৎ অভিযোগ করেছেন যে, লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে বিপুল পরিমাণে রিগিং করা হয়েছে। সেই কারণেই ভোট বাতিল করে পুনরায় নির্বাচনের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন বলে জানান তিনি।
 

Advertisement

Advertisement