scorecardresearch
 

Howrah-Burdwan Train Cancel: হাওড়া-বর্ধমান শাখায় টানা ১০ দিন বন্ধ একাধিক লোকাল, কোন কোন ট্রেন ?

জোরকদমে কাজ চলছে হাওড়া-বর্ধমান শাখায়। যেকারণে টানা ১০ দিন বন্ধ থাকবে একাধিক ট্রেন। রেলের তরফে মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে,  ট্র্যাক পরিবর্তনের কাজ এবং বিদ্যুতায়নের কাজের পাশাপাশি লিলুয়া-বর্ধমান বিভাগে ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক ১১ মে থেকে ২০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে৷ ফলে ট্রেন চলাচলে নিম্নলিখিত ব্যবস্থা করা হয়েছে:

Advertisement
ফাইল ছবি ফাইল ছবি
হাইলাইটস
  • জোরকদমে কাজ চলছে হাওড়া-বর্ধমান শাখায়।
  • যেকারণে টানা ১০ দিন বন্ধ থাকবে একাধিক ট্রেন।
  • রেলের তরফে মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে,  ট্র্যাক পরিবর্তনের কাজ এবং বিদ্যুতায়নের কাজের পাশাপাশি লিলুয়া-বর্ধমান বিভাগে ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক ১১ মে থেকে ২০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে৷

জোরকদমে কাজ চলছে হাওড়া-বর্ধমান শাখায়। যেকারণে টানা ১০ দিন বন্ধ থাকবে একাধিক ট্রেন। রেলের তরফে মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে,  ট্র্যাক পরিবর্তনের কাজ এবং বিদ্যুতায়নের কাজের পাশাপাশি লিলুয়া-বর্ধমান বিভাগে ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক ১১ মে থেকে ২০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে৷ ফলে ট্রেন চলাচলে নিম্নলিখিত ব্যবস্থা করা হয়েছে:

যেসব ট্রেন বাতিল থাকবে-
হাওড়া থেকে :- 37611, 37815, 37343, 36071, 37011, 36825
পান্ডুয়া থেকে:- 37614
বর্ধমান থেকে:- 37834, 37840
তারকেশ্বর থেকে: 37354
গুড়াপ থেকে: 36072
শ্রীরামপুর থেকে: 37012
 
উল্লেখ্য, বর্ধমান রেল জংশনের ওপরে পুরনো ওভারব্রিজটি ভেঙে ফেলার কাজ চলছে। প্রায় ১০০ বছরের পুরোনো জরাজীর্ণ এই ব্রিজের পাশে একটি আধুনিক ফ্লাইওভার তৈরি হওয়ায় এটি ভেঙে ফেলা হচ্ছে। ব্রিজ ভাঙার কাজ চলায় এমনিতেই প্রতিদিন বর্ধমান শাখায় ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটছে। একাধিক লোকাল ট্রেন বাতিল হলে অফিসযাত্রী থেকে নিত্যযাত্রীদের যে ফের ভোগান্তি হবে, তা বলা বাহুল্য। চলতি বছরের গোড়াতেও রেললাইনে ইন্টারলকিং কাজের জন্য বেশ কয়েকদিন হাওড়া-বর্ধমান, হাওড়া-ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচলে ব্যহত হয়েছিল। যার ফলে চরম সমস্যায় পড়েছিলেন অফিসযাত্রী থেকে নিত্যযাত্রীরা।

আরও পড়ুন-ঘূর্ণিঝড়ের অভিমুখ বাংলাদেশ -মায়ানমার, রাজ্যে ক্ষতির সম্ভাবনা কতটা ?

 

Advertisement