scorecardresearch
 

Birati Station Child Theft: বিরাটিতে ওই মহিলা 'ছেলেধরা' নন, শিশুচুরির অভিযোগ মিথ্যে, জানাল পুলিশ

উত্তর ২৪ পরগনার বিরাটিতে ব্যাগে ভরে শিশু চুরির অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল। চোর সন্দেহে এক মহিলা যাত্রীকে রেল পুলিশের হাতে তুলে দিয়েছিলেন যাত্রী। শিয়ালদা রেল পুলিশের তরফে দাবি করা হল, শিশু চুরির অভিযোগ অসত্য। ওই শিশুটি অভিযুক্ত মহিলারই বলে দাবি করা হয়েছে। 

Advertisement
বুধবার ঘটনার ছবি। বুধবার ঘটনার ছবি।
হাইলাইটস
  • বিরাটিতে ব্যাগে ভরে শিশু চুরির অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল।
  • চোর সন্দেহে এক মহিলা যাত্রীকে রেল পুলিশের হাতে তুলে দিয়েছিলেন যাত্রী
  • রেল পুলিশের তরফে দাবি করা হল, শিশু চুরির অভিযোগ অসত্য।

উত্তর ২৪ পরগনার বিরাটিতে ব্যাগে ভরে শিশু চুরির অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল। চোর সন্দেহে এক মহিলা যাত্রীকে রেল পুলিশের হাতে তুলে দিয়েছিলেন যাত্রী। শিয়ালদা রেল পুলিশের তরফে দাবি করা হল, শিশু চুরির অভিযোগ অসত্য। ওই শিশুটি অভিযুক্ত মহিলারই বলে দাবি করা হয়েছে। 


প্রসঙ্গত, ছেলেধরা গুজবকে ঘিরে গত কয়েক দিন ধরেই উত্তপ্ত উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকা। বিভিন্ন এলাকায় গণপিটুনির ঘটনাও ঘটেছে। এই প্রেক্ষাপটে বুধবার শিশু চুরির অভিযোগে গোলমাল বাধে বিরাটি স্টেশনে। অভিযোগ ওঠে, শিয়ালদাগামী একটি ট্রেনে এক মহিলা যাত্রীকে দেখে সন্দেহ হয় যাত্রীদের একাংশের। ওই মহিলা যাত্রীর হাতে শিশু ছিল। ওই মহিলা শিশুটিকে চুরি করে নিয়ে যাচ্ছিলেন বলে সন্দেহ হয় বাকি যাত্রীদের। এরপরই ওই মহিলা যাত্রীকে আটক করে রেলপুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় বিরাটি স্টেশনে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রেল পুলিশ। 

আরও পড়ুন

দিনকয়েক আগে ছেলেধরা সন্দেহে বেড়াচাঁপা মুদিপাড়ায় এক মহিলাকে আটকে রেখে থানায় খবর দিয়েছিলেন গ্রামবাসীরা। দেগঙ্গার ওধনপুর গ্রামে কোলে শিশুসন্তান নিয়ে দুই মহিলাকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের। তখন তাদের আটকে রেখে দেগঙ্গা থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দু'জনকে উদ্ধার করে নিয়ে যায়। শুধু তাই নয়, ছেলেধরা সন্দেহে গণপিটুনির অভিযোগ ওঠে উত্তর ২৪ পরগনার গাঁইঘাটাতেও। প্রসঙ্গত, বারাসতের কাজিপাড়ায় বালক খুনের ঘটনার পর থেকেই ছেলেধরা গুজব ছড়াচ্ছিল। তার পরিণতিতে জেলার বিভিন্ন জায়গায় গণপিটুনির ঘটনা ঘটে। সোশালমিডিয়ায় ছেলেধরা নিয়ে ছড়িয়ে পড়তে দেখা যায় উত্তর ২৪ পরগনায়। তার পরেই বারাসত, খড়দা, অশোকনগরে ছেলেধরা সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটে।

Advertisement

Advertisement