scorecardresearch
 

Poush Mela 2023: ফিরল পৌষমেলা, উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতার; কতদিন চলবে?

দীর্ঘ ৩ বছর পর পৌষমেলা শান্তিনিকেতনে। তবে বিশ্বভারতী কর্তৃপক্ষ নয়। রাজ্য সরকারের তরফেই এবারের পৌষমেলার আয়োজন করা হয়েছে। রবিবার পৌষ মেলার ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন উদ্বোধন অনুষ্ঠানে 'স্বৈরাচারী মনোভাব' ত্যাগ করে মুক্ত পরিবেশ গড়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বিশ্লেষকদের মতে, উদ্বোধন অনুষ্ঠান থেকে কার্যত বিশ্বভারতী কর্তৃপক্ষকেও সতর্ক করে দিলেন তিনি। 

Advertisement
পৌষমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌষমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • দীর্ঘ ৩ বছর পর পৌষমেলা শান্তিনিকেতনে। তবে বিশ্বভারতী কর্তৃপক্ষ নয়। রাজ্য সরকারের তরফেই এবারের পৌষমেলার আয়োজন করা হয়েছে।
  • রবিবার পৌষ মেলার ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন উদ্বোধন অনুষ্ঠানে 'স্বৈরাচারী মনোভাব' ত্যাগ করে মুক্ত পরিবেশ গড়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
  • বিশ্লেষকদের মতে, উদ্বোধন অনুষ্ঠান থেকে কার্যত বিশ্বভারতী কর্তৃপক্ষকেও সতর্ক করে দিলেন তিনি। 

দীর্ঘ ৩ বছর পর পৌষমেলা শান্তিনিকেতনে। তবে বিশ্বভারতী কর্তৃপক্ষ নয়। রাজ্য সরকারের তরফেই এবারের পৌষমেলার আয়োজন করা হয়েছে। রবিবার পৌষ মেলার ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন উদ্বোধন অনুষ্ঠানে 'স্বৈরাচারী মনোভাব' ত্যাগ করে মুক্ত পরিবেশ গড়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বিশ্লেষকদের মতে, উদ্বোধন অনুষ্ঠান থেকে কার্যত বিশ্বভারতী কর্তৃপক্ষকেও সতর্ক করে দিলেন তিনি। 

কতদিন মেলা চলবে?
পাঁচ দিন ধরে চলবে পৌষমেলা। এর আগে বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং শান্তিনিকেতন ট্রাস্ট পৌষমেলা হবে না বলে জানিয়েছিল। 

পৌষমেলার সঙ্গে শান্তিনিকেতনের পর্যটন, ব্যবসা ও সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িত। ফলে পৌষমেলা না হওয়ার সিদ্ধান্তে আশাহত হন স্থানীয়রা। পৌষমেলার ব্যবসায়ীদের মধ্যেও ক্ষোভ সৃষ্টি হয়। এরপরেই পৌষমেলা নিজেরাই আয়োজন করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। 

আরও পড়ুন

কিন্তু মেলার আয়োজন নিয়ে শুরু হয় জলঘোলা। বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং প্রশাসনের মধ্যে টানাপোড়েন শুরু হয়। বিশ্বভারতীর মাঠেই মেলা হবে। এদিকে মাঠ দেওয়ার ক্ষেত্রে বিশ্বভারতী একাধিক শর্ত উল্লেখ করে চিঠি দেয় প্রশাসনকে। এদিকে রাজ্য প্রশাসন পাল্টা দাবি করে, অতিরিক্ত শর্ত আরোপ করা হয়েছে। এরপরেই আর বিরোধে না গিয়ে অন্য প্রাঙ্গণে পৌষমেলার আয়োজনের সিদ্ধান্তে নেওয়া হয়। এদিন উদ্বোধনের সময়েও সেই বিষয়টি উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
রবিবার পৌষমেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ভার্চুয়াল উদ্বোধনে যোগ দিয়ে তিনি বলেন, 'রবীন্দ্রনাথ ঠাকুরের এই জায়গা কেউ কলুষিত করুক চাই না। কোনও স্বৈরাচারী মনোভাব নিয়ে বিশ্বভারতী চালালে হবে না। আশ্রমিক থেকে পড়ুয়া সকলকেই সম্মান দিতে হবে।

Advertisement