ইন্ডিয়া ব্লকের গঠনের পিছনে রয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে নানান মতভেদের কারণে ব্রাত্য হয়েছেন তিনি। বিজেপির বিরোধী জোট দল ইন্ডিয়া ব্লকের কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। ইন্ডিয়া ব্লকের নেতৃত্ব দিতে ইচ্ছাপ্রকাশও করেন। শুক্রবার এক টেলিভিশন সাক্ষাত্কারে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বলেন, ইন্ডিয়া ব্লকের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তিনি। তাই সুযোগ হলে বিরোধী জোটের দায়িত্ব নিতে প্রস্তুত তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোট সম্পর্কে বলেন, ”আমি তো ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি করে দিয়েছিলাম। কিন্তু সেই জোট একজোট হতে পারছে না তো আমি কী করব? আই অ্যাম নট লিডিং দ্যাট ফ্রন্ট। যারা লিডার, তাদের এটা দেখা উচিত। তবে আমার সঙ্গে সমস্ত আঞ্চলিক ও জাতীয় দলের যোগাযোগ রয়েছে। আই মেনটেন দ্য বেস্ট রিলেশন।”
তবে ইন্ডিয়া জোটের নেতৃত্বে কি তাঁকে দেখা যেতে পারে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, "যারে দেখতে নারি তার চলন ব্যাঁকা। আমাকে দেখতেই পারে না, তবে আমি দায়িত্ব পেলে এটুকু বলতে পারি, যদিও আমি তা চাই না, বাংলার মাটি ছেড়ে কোথাও যেতে চাই না। এখানেই জন্মেছি, শেষ নিঃশ্বাস এখানেই ত্যাগ করব। কারণ বাংলাকে আমি এতটাই ভালোবাসি। কিন্তু এটুকু আমি মনে করি, এখানে বসেও আমি এটা চালিয়ে দিতে পারি।”
ইন্ডিয়া ব্লকে কীসের জন্য মতভেদ?
লোকসভা নির্বাচনের আগে নানা ইন্ডিয়া ব্লকের একগুচ্ছ মতের সঙ্গে মতভেদ হয়েছে তৃণমূল সুপ্রিমোর। বর্তমানে, সংসদের শীতকালীন অধিবেশনে, ইন্ডিয়া ব্লকের কাজকর্ম নিয়ে সদস্যদের মধ্যেও বড় পার্থক্য দেখা গিয়েছে। তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টির সাংসদরাও গৌতম আদানি ঘুষ মামলা নিয়ে বিরোধীদের প্রতিবাদ এড়িয়ে গেছেন। আদানি ঘুষ ইস্যুতে কংগ্রেসের মতো তৃণমূল এবং সমাজবাদী পার্টি একই প্রতিক্রিয়া এড়িয়ে গেছে।