scorecardresearch
 

Mamata Banerjee: কামারহাটি গণপিটুনি: 'ওই ঘটনা অর্জুনের সময়কার,' ভাইরাল VIDEO নিয়ে মুখ খুললেন মমতা

শিল্পপতি মুকেশ অম্বানীর পুত্র অনন্তের বিয়েতে যাওয়ার জন্য রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরে দাঁড়িয়ে কামারহাটি প্রসঙ্গ তুললেন মমতা। নিশানায় বিজেপির "এম স্কোয়ার", তার মধ্যে নাম করেন এক মালব্যের। পুরনো ভিডিও নিয়ে আক্রমণ করেন বিজেপিকে।

Advertisement
কামারহাটি গণপিটুনিতে মন্তব্য মমতার কামারহাটি গণপিটুনিতে মন্তব্য মমতার

শিল্পপতি মুকেশ অম্বানীর পুত্র অনন্তের বিয়েতে যাওয়ার জন্য রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরে দাঁড়িয়ে কামারহাটি প্রসঙ্গ তুললেন মমতা। নিশানায় বিজেপির "এম স্কোয়ার", তার মধ্যে নাম করেন এক মালব্যের। পুরনো ভিডিও নিয়ে আক্রমণ করেন বিজেপিকে।

আড়িয়াদহের ক্লাবঘরে তৃণমূল ঘনিষ্ঠ জয়ন্ত সিংয়ের ভিডিও ভাইরাল হয়। যদিও ভিডিওগুলির সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in। এই ভিডিও প্রসঙ্গে মমতা বলেন, ‘‘২০২১ সালের একটি ঘটনা নিয়ে নির্বাচন ড্যামেজ করতে ৭২ ঘণ্টা ধরে পুরনো ভিডিয়ো ছড়িয়ে দেখানো হয়েছিল। অথচ তখন ওখানে এমপি ছিলেন অর্জুন সিং। যারা করেছিল তারা অ্যারেস্ট হয়ে জেলে আছে।’’ 

রানীগঞ্জে এক মৃত্যুর প্রসঙ্গে মমতা বলেন, "রানীগঞ্জে একজন মারা গেছে। সব মৃত্যু দুর্ভাগ্যজনক। কিন্তু জানতে পারলাম ওটা একটা ফ্যামিলি ম্যাটার। সেটায় রাজনীতির কিছু নেই। পুলিশ অ্যাকশন নেবে।" 

আরও পড়ুন

আরও বলেন, "উপনির্বাচনে একটা বুথে কী হয়েছে, সেটাকে বড় করে দেখানো হচ্ছে। বাকি জায়গায় শান্তিপূর্ণ ভাবে যে মানুষ ভোট দিয়েছেন, তা দেখানো হচ্ছে না।’’

মুখ্যমন্ত্রীর অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে পুরনো ভিডিও ছড়ানো হচ্ছে। কিন্তু পুলিশ কী ব্যবস্থা নিয়েছে, তা বলা হচ্ছে না, দেখানো হচ্ছে না।

প্রসঙ্গত, গত ১ জুলাই আড়িয়াদহে মা ও ছেলেকে মারধরের ঘটনায় ইতিমধ্যে পুলিশ জয়ন্ত সিং, সৈকত মান্না ও সুদীপ সাহাকে গ্রেফতার করা হয়েছে। এরপর জয়ন্ত-বাহিনীর বর্বরতার ভিডিও ভাইরাল হওয়ার পরে অভিষেক বর্মণ, সুভাষ বেরা এবং সুমন দে-কে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে ভাইরাল ভিডিওতে বর্বর অত্যাচারে যুক্তদের মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে, আদালতের নির্দেশে তাদেরই পুলিশি হেফাজতে পাঠানো হয়। এর মাঝেই কামারহাটির আড়িয়াদহের তালতলা স্পোর্টিং ক্লাবকে নিয়ে প্রকাশ্যে আসে আরও একটি  চাঞ্চল্যকর ভিডিও। সেখানে দেখা গেছে, এক নাবালককে বিবস্ত্র করে চলছে নারকীয় অত্যাচার। ঘটনার নেপথ্যে উঠেছে  জয়ন্ত সিং বাহিনীর নাম। কামারহাটির আড়িয়াদহের মা, ছেলেকে পিটুনির ঘটনায় অভিযুক্ত জয়ন্ত সিংও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে। 

Advertisement

বৃহস্পতিবার সকালেও জয়ন্তের সঙ্গী লাল্টুকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement