নিউ টাউনে ইনফোসিসের নতুন বিল্ডিংয়ের উদ্বোধন হতে চলেছে আজ, ১৮ ডিসেম্বর। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৮ সালে ইনফোসিস কলকাতায় একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট কেন্দ্র তৈরি করার কথা জানায়। এরপর নিউটাউনে ৫০ একর জমি দেন মুখ্যমন্ত্রী।
২০১৮ সালে ইনফোসিস জানিয়েছিল, ১৫ মাসের মধ্যে তারা প্রথম পর্যায়র কাজ শেষ করবে। কিন্তু করোনার কাঁটায় কাজই শুরু করা যায়নি। ফলে কাজ শুরু হতে বেশ খানিকটা বিলম্ব হয়। কাজ দ্রুত শেষ করতে রাজ্য সরকারের সঙ্গে একাধিকবার বৈঠক হয়। সেই মতো প্রথম ধাপের কাজ শেষ হওয়ার পর উদ্বোধন হতে চলেছে।
কোভিডের পরবর্তীকালে রাজ্যে আইটি ও টেলিকম সংস্থাগুলি বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে। যার ফলে রাজ্যের সামগ্রিক উন্নয়নের সম্ভাবনা দেখা দিয়েছে। রাজ্যে পালাবদলের পর ২০১১ সালে ১৮ নভেম্বর নিউটাউনে প্রথম জমি পায় ইনফোসিস। ৭৫ কোটি টাকার বিনিময়ে ৫০ একর জমি পায় এই তথ্যপ্রযুক্তি সংস্থা। ঠিক হয়, ৯৯ বছরের জন্য জমি লিজ পাবে তারা এবং প্রাপ্য জমির ৭৫ শতাংশ জমিতে তথ্যপ্রযুক্তি বা সেই সম্পর্কিত কাজ করতে হবে। প্রাথমিকভাবে ১, ০০০ জন ইঞ্জিনিয়ারের চাকরি পাওয়ার সম্ভবনা রয়েছে।
রাজ্যে নতুন আন্তর্জাতিক এই তথ্য প্রযুক্তি সংস্থার বিনিয়োগে শিল্পক্ষেত্রে বড় পরিবর্তন হতে চলেছে। প্রচুর কর্মসংস্থানের সুযোগ বাড়তে চলেছে।
প্রসঙ্গত, সিলিকন ভ্যালি স্থাপনে নিউ টাউন ইকো পার্কের উল্টোদিকে ২০০ একর জমি দেওয়া হয়েছে। দরকার পড়লে উইপ্রো, ইনফোসিসকে আরও জমি দেওয়া হবে বলে জানানো হয়। সেই দাবি মেনে কাজ করে ইনফোসিস। প্রথম পর্যায়ে নিয়োগের ক্যাম্পাসিংয়ের কাজ শেষ হয়েছে। ২০২৩ সালে ইনফোসিস জানিয়ে ছিল কলকাতায় আসে। রাজারহাটে চল্লিশ হাজার স্কোয়ার ফুটের অফিস অধিগ্রহণ করে ইনফোসিস। এর পাশে নিউটাউন অ্যাকশন এরিয়া ৩-এ নতুন ক্যাম্পাস নির্মাণের কাজ চলছিল।