scorecardresearch
 

Cyclone Dana Rain Forecast: ঘূর্ণিঝড়ের আশঙ্কা, ফের ঘনাচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে নাগাড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ ঘনাচ্ছে। কালীপুজোর আগেই নিম্নচাপ পরিণত হতে পারে। সেই নিম্নচাপ পরে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন আবহবিদরা। মৌসম ভবনের পূর্বাভাস, আগামী সপ্তাহেই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। তবে তার প্রভাব কতটা বাংলায় পড়বে, তা এখনও স্পষ্ট করেনি হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কালীপুজোর আগে গভীর নিম্নচাপ ঘনীভূত হতে পারে। যার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

Advertisement
বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। বৃষ্টির পূর্বাভাস রাজ্যে।
হাইলাইটস
  • ফের ঘনাচ্ছে নিম্নচাপ।
  • ঘূর্ণিঝড়ের আশঙ্কা।
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি।

বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ ঘনাচ্ছে। কালীপুজোর আগেই নিম্নচাপ পরিণত হতে পারে। সেই নিম্নচাপ পরে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন আবহবিদরা। মৌসম ভবনের পূর্বাভাস, আগামী সপ্তাহেই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। তবে তার প্রভাব কতটা বাংলায় পড়বে, তা এখনও স্পষ্ট করেনি হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কালীপুজোর আগে গভীর নিম্নচাপ ঘনীভূত হতে পারে। যার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

ফের ঘনাচ্ছে নিম্নচাপ

হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২০ অক্টোবর উত্তর আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। যা আগামী ২২ অক্টোবর মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে পারে। ২৪ অক্টোবর তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। 

আরও পড়ুন

ঘূর্ণিঝড়ের আশঙ্কা

ইউরোপ ও আমেরিকার মডেল গুলি জানাচ্ছে, ২৪ থেকে ২৬ অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। এই ঘূর্ণিঝড় ওড়িশা থেকে বাংলাদেশের বরিশালের মধ্যে কোথাও ল্যান্ডফল করতে পারে। ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে 'ডানা'। এই নাম দিয়েছে কাতার।

দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস 

হাওয়া অফিস জানিয়েছে,  আজ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। তবে জোরালো বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি হলেও তা বিক্ষিপ্ত ভাবে হতে পারে। আজ কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২০ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ২২ অক্টোবর দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৩ ও ২৪ তারিখ দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে।

Advertisement


উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত উত্তরের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আজ দার্জিলিং-সহ উত্তরের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতায় কত তাপমাত্রা? 

হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি বেশি। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.১ ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ এবং ন্যূনতম ৫৯ শতাংশ।

কেমন থাকবে আবহাওয়া?

হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আকাশ প্রধানত আংশিক মেঘলা থাকবে। শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

মৎস্যজীবীদের জন্য সতর্কতা

আগামী ২২ ও ২৩ শে অক্টোবর মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঘণ্টায় ৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তাল হতে পারে সমুদ্র। 

Advertisement