Cyclone Dana Updates: সাগরে চোখরাঙাচ্ছে ঘূর্ণিঝড়। রাত পোহালেই বঙ্গোপসাগরে দানা বাঁধতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়। মঙ্গলবার সকালে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। তা আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড় কীভাবে তৈরি হয়? ঘূর্ণিঝড়ের নানা প্রকারভেদ রয়েছে। সাইক্লোন 'দানা' কোন ধরনের ঘূর্ণিঝড়, জেনে নিন...
ঘূর্ণিঝড় কীভাবে তৈরি হয়?
আবহবিদদের মতে, সাইক্লোন একদিনে তৈরি হয় না। তার কয়েকটি ধাপ রয়েছে। প্রথমে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়। এরপরে নিম্নচাপ তৈরি হয়। তারপরে তা গভীর নিম্নচাপে পরিণত হয়। তা থেকে পরে অতি গভীর নিম্নচাপ তৈরি হয়। তারপরেই তৈরি হয় সাইক্লোনিক স্টর্ম বা ঘূর্ণিঝড়। সাইক্লোন দানার ক্ষেত্রেও প্রথমে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। তারপরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রকারভেদ
ঘূর্ণিঝড় বিভিন্ন ধরনের হয়। ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়ে প্রথমে সিভিয়ার সাইক্লোনে পরিণত হয়। তারপরে ধাপে ধাপে ভেরি সিভিয়ার সাইক্লোন, এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন এবং সবশেষে সুপার সাইক্লোন হয়। ঝড়ের ঘূর্ণনের গতিবেগের উপর ভিত্তি করে এটা ধার্য করা হয়।
আবহাওয়া দফতর সূত্রে খবর, ঝড়ের গতিবেগের নিরিখে বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে সাইক্লোনকে। ঝড়ের বেগ ঘণ্টায় ২২২ কিমি বা তার বেশি হলে তাকে সুপার সাইক্লোন বলা হয়। ঝড়ের বেগ ঘণ্টায় ১৬৭-২২১ কিমি হলে তা এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন। ঝড়ের বেগ ঘণ্টায় ১১৮-১৬৬ কিমি হলে সেটি সিভিয়ার সাইক্লোন। ঝড়ের বেগ ঘণ্টায় ৮৯ থেকে ১১৭ কিমি হলে ভেরি সিভিয়ার সাইক্লোন। ঝড়ের বেগ ঘণ্টায় ৮৯-১১৬ কিমি হলে তা সিভিয়ার সাইক্লোন। ঝড়ের বেগ ঘণ্টায় ৬২-৮৮ কিমি হলে তা ঘূর্ণিঝড়।
'দানা' কোন ধরনের ঘূর্ণিঝড়?
হাওয়া অফিস সূত্রে খবর, ঘূর্ণিঝড় 'দানা'র বেগ হতে পারে ঘণ্টায় ১০০-১১০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিমি। ফলে দানা হল সিভিয়ার সাইক্লোন।
বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রামের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম জেলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া জেলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
কোন কোন জেলায় প্রভাব?
হাওয়া অফিস জানিয়েছে, সম্ভাব্য প্রভাব পড়তে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়।