Cyclone Hamoon Updates: শক্তি বাড়িয়েই চলেছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় 'হামুন' (Cyclone Hamoon)। এই ঘূর্ণিঝড়ের জেরে আজ অর্থাত্ বিজয়া দশমীতে বেশ কয়েকটি জেলায় দুর্যোগের পূর্বাভাস রয়েছে। হামুনের গতিবিধি নিয়ে স্পেশাল বুলেটিন জারি করল হাওয়া অফিস। যার নির্যাস, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা জোরাল ।
কত দূরে রয়েছে ঘূর্ণিঝড় হামুন?
হাওয়া অফিস স্পেশাল বুলেটিনে জানাচ্ছে, শক্তিশালী ঘূর্ণিঝড় হামুন গত ৬ ঘণ্টায় ১৮ কিমি প্রতি ঘণ্টায় বঙ্গোপসাগরে উত্তরপূর্ব দিকে এগোচ্ছে। এখন ঘূর্ণিঝড়টি ওড়িশার পারাদ্বীপ থেকে ২১০ কিমি পূর্ব-দক্ষিণ পূর্ব ও দিঘা উপকূল থেকে ২৭০ কিমি দূরে রয়েছে। বাংলাদেশের খেপুপাড়া থেকে ৩৫০ কিমি দূরে রয়েছে। ২৫ অক্টোবর দুপুরে ঝড়টি বাংলাদেশ উপকূল ক্রস করবে অতিগভীর নিম্নচাপ হয়ে।
পশ্চিমবঙ্গে কোথায় কোথায় দুর্যোগ?
হাওয়া অফিসের স্পেশাল বুলেটিন জানাচ্ছে, আজ অর্থাত্ ২৪ অক্টোব বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতায়। এছাড়াও কিছু জেলায় হালকা বৃষ্টি হবে। আগামিকাল অর্থাত্ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতায়।
ভারী বৃষ্টিপাতের কোথায় সম্ভাবনা?
আজ রাতে ভারী বৃষ্টির সম্ভাবনা ও সঙ্গে ঝড় বইবে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। দুর্যোগের সম্ভাবমা হাওড়া, হুগলি ও কলকাতাতেও। ঝড়ের গতিবেগ থাকবে ৪০ থেকে ৫০ কিমি প্রতিঘণ্টা। ২৫ অক্টোবর সন্ধে পর্যন্ত এই ঝড়-জলের আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের উপকূলের কয়েকটি জেলায়।
ঘূর্ণিঝড়ের জেরে বঙ্গোপসাগরে উথালপাতাল পরিস্থিতি। তাই ২৪ ও ২৫ অক্টোবর মত্স্যজীবীদের রেড অ্যালার্ট জারি করল হাওয়া অফিস। যাঁরা ইতিমধ্যেই সমুদ্রে রয়েছেন, তাঁদের অবিলম্বে ফিরে আসার পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস।