Cyclone During Durga Puja 2023: শুক্রবারের মতো শনিবারেও দফায় দফায় ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। বৃষ্টি চলবে রবিবারও। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি, বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। শনিবার জলপাইগুড়ি, দুই দিনাজপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছিল। তবে সেই নিম্নচাপ কেটে গিয়েছে। শক্তি হারিয়ে সেটি ঘূর্ণাবর্তে পরিণত হয়েছিল। সেটি পরে ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে। তবে বঙ্গোপসাগরের উপর একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। যেটি দিঘার উপর দিয়ে গিয়েছে। ঘূর্ণাবর্তটি যখন বঙ্গোপসাগরে ছিল, সেই সময় প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে। ফলে সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু। আর এই কারণেই বৃষ্টি হচ্ছে। কত দিন ধরে চলবে এই বৃষ্টি? হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষা এই মুহূর্তে উত্তরবঙ্গে সক্রিয় দক্ষিণবঙ্গে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। গতকাল একটি ঘূর্ণাবর্তর অবস্থান ছিল ঝাড়খণ্ডের ওপরে। ২৮ সেপ্টেম্বর নাগাদ একটি ঘূর্ণিঝড় পরিস্থিতি হতে চলেছে আন্দামান সাগরের ওপরে। ফলে উত্তরবঙ্গে সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
অন্যদিকে উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। আগামী ২৪ তারিখের পর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমতে চলেছে, তবে বৃষ্টি জারি থাকবে। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাগুলিতে।