scorecardresearch
 

Cyclone Remal Landfall: ঘূর্ণিঝড় রিমাল ঠিক কখন-কোথায় আছড়ে পড়বে? যা জানাল হাওয়া অফিস

বঙ্গোপসাগরে জন্ম নিচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। শুক্রবার সাগরে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এরপর তা আরও ঘনীভূত হয়ে অতি গভীর নিম্নচাপ পরিণত হবে। তারপরে আরও শক্তি বাড়িয়ে শনিবার সকালে ঘূর্ণিঝড়ের চেহারা নেবে। এই ঘূর্ণিঝড়ের নাম হবে রিমাল। যার অর্থ বালি। ঝড়ের নাম রেখেছে ওমান। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বাংলায়। কবে এবং কোথায় আছড়ে পড়বে এই শক্তিশালী ঘূর্ণিঝড়? জানিয়ে দিল হাওয়া অফিস। 

Advertisement
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল।
হাইলাইটস
  • শুক্রবার সাগরে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
  • আরও শক্তি বাড়িয়ে শনিবার সকালে ঘূর্ণিঝড়ের চেহারা নেবে।
  • এই ঘূর্ণিঝড়ের নাম হবে রিমাল। যার অর্থ বালি।

বঙ্গোপসাগরে জন্ম নিচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। শুক্রবার সাগরে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এরপর তা আরও ঘনীভূত হয়ে অতি গভীর নিম্নচাপ পরিণত হবে। তারপরে আরও শক্তি বাড়িয়ে শনিবার সকালে ঘূর্ণিঝড়ের চেহারা নেবে। এই ঘূর্ণিঝড়ের নাম হবে রিমাল। যার অর্থ বালি। ঝড়ের নাম রেখেছে ওমান। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বাংলায়। কবে এবং কোথায় আছড়ে পড়বে এই শক্তিশালী ঘূর্ণিঝড়? জানিয়ে দিল হাওয়া অফিস। 

সাগরে গভীর নিম্নচাপ 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার সকালে বঙ্গোপসাগরে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি এই মুহূর্তে মধ্য বঙ্গোপসাগরের উপর রয়েছে। বাংলাদেশের খেপুয়াপারা থেকে যার দূরত্ব প্রায় ৮০০ কিমি। পশ্চিমবঙ্গের ক্যানিং থেকে ৮১০ কিমি দূরে রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, গভীর নিম্নচাপটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হবে। শনিবার সকালে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপরে আরও শক্তি বাড়িয়ে রিমাল উত্তর দিকে অগ্রসর হবে। শনিবার সন্ধ্যাতেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

আরও পড়ুন

কোথায় ল্যান্ডফল রিমালের?

আবহাওয়া  দফতর জানিয়েছে, রবিবার মধ্যরাতে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করবে রিমাল। এ রাজ্যের সাগর দ্বীপ এবং বাংলাদেশের খেপুপারার মধ্যে আছড়ে পড়তে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়। ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ১১০-১২০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিমি


ঝড়ের গতিবেগ কত হবে?

শনিবার সকালে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর তার গতিবেগ হবে ঘণ্টায় ৬০-৭০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৮০ কিমি। ওই দিনই ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিমি। রবিবার ঝড়ের বেগ আরও বাড়বে। ঘূর্ণিঝড় শক্তিশালী চেহারা নেবে। রবিবার ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিমি। 

বাংলায় কী প্রভাব? 

Advertisement

হাওয়া অফিস সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে রাজ্যে। শনিবার রাজ্যের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। রবি ও সোমবার আরও বৃষ্টি বাড়তে পারে। শনিবার পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবি ও সোমবার দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। রবিবার হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। 

কোন জেলায় কত ঝড়?

রবিবার কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুরে হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৮০ কিমি। দক্ষিণ ২৪ পরগনায় ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিমি। 

উত্তরবঙ্গেও বৃষ্টি
 রবি এবং সোমবার উত্তরের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, মালদায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 


উত্তাল হবে সমুদ্র

হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার থেকে উত্তাল হবে সমুদ্র। শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

Advertisement