scorecardresearch
 

Rain Forecast Weather: ঝোড়ো হাওয়ার সঙ্গে তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কবে-কোন কোন জেলায়?

ফের ঘনাচ্ছে নিম্নচাপ। যার প্রভাবে আবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, বাংলাদেশে উপকূলীয় অঞ্চলে নিম্নচাপ তৈরি হতে পারে। যার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তাল হতে পারে সমুদ্র। মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। 

Advertisement
ফের বৃষ্টির পূর্বাভাস জারি। ফের বৃষ্টির পূর্বাভাস জারি।
হাইলাইটস
  • ফের ঘনাচ্ছে নিম্নচাপ।
  • আবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর।
  • উত্তাল হতে পারে সমুদ্র।

ফের ঘনাচ্ছে নিম্নচাপ। যার প্রভাবে আবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, বাংলাদেশে উপকূলীয় অঞ্চলে নিম্নচাপ তৈরি হতে পারে। যার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তাল হতে পারে সমুদ্র। মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। 

দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতর জানিয়েছে, ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। আজ দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন


কোন কোন জেলায় ভারী বৃষ্টি? 

আজ কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমানের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। 


উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। 

উত্তাল হতে পারে সমুদ্র

হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে রবিবার পর্যন্ত ঘণ্টায় ৩৫-৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৫৫ কিমি। এর জেরে উত্তাল হতে পারে সমুদ্র। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

কলকাতায় কত তাপমাত্রা? 

Advertisement

হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রির কাছে। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং ন্যূনতম ৮০ শতাংশ।
 

Advertisement