scorecardresearch
 

করোনার মাঝেই ডেঙ্গির থাবা উত্তরবঙ্গে, শিলিগুড়িতে মৃত ১

করোনার দ্বিতীয় ঢেউয়ের পরিস্থিতি বেশকিছুটা নিয়ন্ত্রণে হলেও তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়ে গিয়েছে। এরই মাঝে উত্তরবঙ্গে (North Bengal) নতুন করে করোনার সঙ্গে থাবা বসিয়েছে ডেঙ্গি। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলায় ইতিমধ্যেই ডেঙ্গির প্রকোপ দেখা দিয়েছে। জানা গিয়েছে জানুয়ারি থেকে এপর্যন্ত শিলিগুড়ি পুর এলাকায় ৮৪ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে একজনের।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • উত্তরবঙ্গের ৪ জেলায় ডেঙ্গির প্রকোপ
  • শিলিগুড়ি পুর এলাকায় ১ জনের মৃত্যু
  • আতঙ্কের কারণে নেই, দাবি ওএসডি-র

করোনার আতঙ্ক এখনও পিছু ছাড়েনি, তারমাঝেই এবার উত্তরবঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি (Dengue)। গত ২০ দিনে শিলিগুড়িতে ২৮ জন এবং এক সপ্তাহে জলপাইগুড়িতে ৮ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। শুধু তাই নয় উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ছাড়া দক্ষিণ দিনাজপুর ও মালদাতেও ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। একইসঙ্গে এই চার জেলায় বেড়েছে করোনার পজিটিভিটির সংখ্যাও। সব মিলিয়ে এবার করোনার সঙ্গে ডেঙ্গির আতঙ্কও উত্তরবঙ্গে। যদিও আতঙ্কের কিছু নেই বলেই দাবি OSD সুশান্ত রায়ের। 

করোনার দ্বিতীয় ঢেউয়ের পরিস্থিতি বেশকিছুটা নিয়ন্ত্রণে হলেও তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়ে গিয়েছে। এরই মাঝে উত্তরবঙ্গে (North Bengal) নতুন করে করোনার সঙ্গে থাবা বসিয়েছে ডেঙ্গি। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলায় ইতিমধ্যেই ডেঙ্গির প্রকোপ দেখা দিয়েছে। জানা গিয়েছে জানুয়ারি থেকে এপর্যন্ত শিলিগুড়ি পুর এলাকায় ৮৪ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে একজনের। তবে জেলার স্বাস্থ্যদফতর এবং পুরনিগমের স্বাস্থ্য বিভাগের তরফে প্রতিনিয়ত ডেঙ্গি নিয়ে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। আর শুধু ডেঙ্গিই নয়, পুজোর মরশুমের পর এই চার জেলায় নতুন করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যাও। মূলত দুর্গাপুজো, কালীপুজো এবং ছটপুজোর পর পজিটিভিটি বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যদফতরের উত্তরবঙ্গের অফিসার অন স্পেশাল ডিউটি সুশান্ত রায়। 

শুক্রবার (Friday) উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে করোনার এক লক্ষ টিকাকরণ হওয়ায় একটি ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন ওএসডি সুশান্ত রায়, হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক, অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা, ডিন সন্দীপ সেনগুপ্ত সহ বিশিষ্টরা। দার্জিলিং জেলায় প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে প্রায় ১৩ লক্ষ টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এদিন ১ লক্ষ ৩৭৬ জনকে করোনার টিকা (Corona Vaccine) দেওয়া সম্পন্ন হয়েছে। কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান শর্মিষ্ঠা ভট্টাচার্য বলেন, "খুব ভাল লাগছে। এক লক্ষের মধ্যে ৬০ হাজার প্রথম ও ৪০ হাজার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। পর্যাপ্ত টিকা রয়েছে। কোন অসুবিধা নেই।" ওএসডি সুশান্ত রায় বলেন, "করোনার টিকাকরণের জন্য প্রথম থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রতিটি কর্মী ঝাপিয়ে পড়েছিলেন। এবার লক্ষর সীমা পার হল।" 

Advertisement

অন্যদিকে সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে সুশান্ত রায় বলেন, "ডেঙ্গু বাড়ছে। সেই জন্য জেলা প্রশাসন ও পৌরনিগমকে জমা জল পরিস্কারের জন্য আমরা চিঠি দিয়েছি। মালদা, দক্ষিণ দিনাজপুর ও শিলিগুড়িতে করোনার পজিটিভিটিও বাড়ছে। তবে চিন্তার কিছু নেই।"


 

Advertisement