আবাস যোজনায় আবেদনের সময় বাড়ি কাঁচা ছিল। লিস্টে নাম আসতে আসতে নিজের চেষ্টাতেই পাকা বাড়ি বানিয়ে ফেলেছিলেন ডায়মণ্ড হারবারের আনিসুর রহমান। আর সেই কারণেই নাম এলেও ফিরিয়ে দিলেন টাকা। নিজের পরিশ্রমের টাকাতেই তো স্বপ্নের বাড়ি গড়ে ফেলেছেন। আর সরকারি অনুদান দিয়ে কী হবে? আনিসুরের এই কাহিনী এখন গোটা ডায়মণ্ড হারবারে লোকের মুখে মুখে ঘুরছে। আনিসুর প্রমাণ করলেন, ইচ্ছা আর পরিশ্রম থাকলে, যে কোনও কঠিন কাজেই সফল হওয়া যায়। আর প্রয়োজন ছাড়া সরকারি টাকা না নেওয়ার যে নজির গড়লেন, সেটাও নিঃসন্দেহে প্রশংসনীয়।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা
আবাসের টাকা ফিরিয়ে এখন ডায়মন্ড হারবারের নায়ক আনিসুর রহমান। স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের মনেও জায়গা করে নিয়েছেন। পাকা বাড়ি থেকেও অনেকে দুর্নীতি করে আবাসের টাকা জোগাড়ের চেষ্টা করেন। সেখানে আনিসুর যে ব্যাতিক্রম, তা বলাই যায়।
নিজের চেষ্টায় টাকা উপার্জন করে তাই দিয়ে বাড়ি পাকা করেছেন আনিসুর। আর তারপর সরকারি টাকা আসতেও তা সবিনয়ে ফিরিয়ে দিয়েছেন। এই খবর পৌঁছেছে ডায়মণ্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কানেও। স্থানীয় বিধায়কের হাত দিয়ে আনিসুরের বাড়িতে শুভেচ্ছাবার্তা ও উপহার পাঠান তিনি। খোদ অভিষেকের প্রশংসা ও উপহার পেয়ে এখন দারুণ খুশি আনিসুর।
মড়িগাছিতে গৃহশিক্ষকতা, টিউশনি করেন আনিসুর রহমান
২০১৮ সালে আবাস সমীক্ষাতে পাকা বাড়ির জন্য নাম নথিভুক্ত করেছিলেন আনিসুর। তবে আবেদন করে হাল ছেড়ে বসে থাকেননি। একটু-একটু করে নিজের আয়ের টাকা, সঞ্চয় থেকেই বাড়ি পাকা করার কাজে হাত দেন। তার ফলে নিজের চেষ্টাতেই পাকা বাড়ি বানিয়ে ফেলেন। এদিকে ২০২৪ সালের আবাসের তালিকায় নাম আসে আনিসুরের। কিন্তু বাড়ি তো বানানো হয়েই গিয়েছে। আর টাকা কী হবে? এই ভেবে সম্পূর্ণ টাকা ফিরিয়ে দিয়েছেন আনিসুর।
এর জন্য লিখিতভাবে ব্লক প্রশাসনের কাছে আবেদন করেন। প্রশাসনিক দফতরের কর্তারাও বিষয়টি শুনে বিস্মিত হন। আবাসের টাকা পেতে অনেকে বারবার তাঁদের দ্বারস্থ হন। এদিকে একজন নিজের টাকায় বাড়ি বানিয়ে ফেললেন, আবার টাকা ফেরতও দিয়ে দিচ্ছেন, এই নজির বিরল। ফলে এই খবর ছড়াতে বেশি সময় লাগেনি। খবর সংবাদমাধ্যমে সম্প্রচারিত হতেই বিষয়টি নজরে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার তাঁর প্রতিনিধি দলকে আনিসুর রহমানের বাড়িতে পাঠান।
ডায়মন্ডহারবারের বিধায়ক পান্নালাল হালদার ও বিধানসভার দলীয় পর্যবেক্ষক সামিম আহমেদ সহ প্রতিনিধিদল আনিসুর রহমানের বাড়িতে যায়। সাংসদের পাঠানো শুভেচ্ছা বার্তা ও উপহার আনিসুর রহমানের হাতে তুলে দেন।
'যাঁদের নেই তাঁদের এই টাকা দেওয়া হোক'
আনিসুর জানান, আমি অত্যন্ত খুশি। আমার মনে হয় আমার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার মতাদর্শ কিছুটা মেলে। উনি সমাজের প্রত্যেকটা স্তরের মানুষের কথা ভাবেন। মানুষ হিসাবে যেটা করার কথা আমি সেটাই করেছি। আমাদের আগে টালির বাড়ি ছিল। ২০১৮ সালে নাম নথিভুক্ত করিয়েছিলাম। আজ আমাদের পাকা বাড়ি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আমার কোনও বাড়ির দরকার নেই। যাঁদের নেই তাঁদের এই টাকা দেওয়া হোক। এইরকম একটা কাজের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার মনে স্মরণীয় হয়ে থাকবেন।'
সংবাদদাতা: প্রসেনজিৎ সাহা