scorecardresearch
 

'TMC-র থেকে আলাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়', এ কী বললেন দিলীপ ঘোষ!

খোলা জায়গায় মেলা করা এবং বিয়েবাড়িতে জমায়েতের সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ২০০ জন করা নিয়ে রাজ্য সরকার যে নির্দেশিকা জারি করেছে তার প্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন, "এই সব কথা বলার জন্য বলতে হয়। নববর্ষে ইকোপার্কে ৭৫ হাজার মানুষ এসেছিলেন।" তবে একইসঙ্গে হস্তশিলীপের উপার্জনের স্বার্থে যতোটা সম্ভব কম ঝুঁকি নিয়ে ও নিয়ম মেনে মেলার আয়োজন করা উচিত বলেও মনে করেন দিলীপ ঘোষ। 

Advertisement
অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ও দিলীপ ঘোষ (বামদিক থেকে) অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ও দিলীপ ঘোষ (বামদিক থেকে)
হাইলাইটস
  • "এই সব কথা বলার জন্য বলতে হয়"
  • "নববর্ষে ইকোপার্কে ৭৫ হাজার মানুষ এসেছিলেন"
  • রাজ্যের নয়া নির্দেশিকা নিয়ে বললেন দিলীপ ঘোষ

"সারা পশ্চিমবঙ্গে টেস্ট হচ্ছে ৬০ হাজার, আর ৫৩ হাজার টেস্ট হচ্ছে ডায়মন্ডহারবারে। ভারতের থেকে আলাদ পশ্চিমবঙ্গ, আর পশ্চিমবঙ্গের চেয়ে আলাদা ডায়মন্ডহারবার। এটাই হোক। তৃণমূলের থেকে আলাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জানি না এতে কার কী উপকার হচ্ছে, এক জন নেতা হিসেবে বড় হতে পারেন, কিন্তু তাতে দেশ বা সমাজের কোনও উন্নতি হয় না।" মুমূর্ষু শিশুকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিমের হাসপাতালে ভর্তি করার প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিমকেই রাজ্য চালানোর দায়িত্ব দেওয়া হোক বলেও কটাক্ষ করেন তিনি। 

অন্যদিকে খোলা জায়গায় মেলা করা এবং বিয়েবাড়িতে জমায়েতের সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ২০০ জন করা নিয়ে রাজ্য সরকার যে নির্দেশিকা জারি করেছে তার প্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন, "এই সব কথা বলার জন্য বলতে হয়। নববর্ষে ইকোপার্কে ৭৫ হাজার মানুষ এসেছিলেন।" তবে একইসঙ্গে হস্তশিলীপের উপার্জনের স্বার্থে যতোটা সম্ভব কম ঝুঁকি নিয়ে ও নিয়ম মেনে মেলার আয়োজন করা উচিত বলেও মনে করেন দিলীপ ঘোষ। 

এছাড়া কেন্দ্রের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাংলার ট্যাবলো বাদ যাওয়া প্রসঙ্গে রাজ্য বিঁধে দিলীপ ঘোষ বলেন, "তাঁরা এমনভাবে ট্যাবলো তৈরি করতে চান যাতে সেটি বাদ যায়, খবর হয় ও রাজনীতি হয়। তাঁরা ট্যাবলো করতে চান না, রাজনীতি করতে চান। না হলে প্রত্যেকবার এমন হয় কেন? সেই কারণের কথাবার্তা বলে করা উচিত, যাতে ঠিকঠাক বার্তা যায়।" 


 

Advertisement