Jyotipriya Mallick: ১৭ ঘণ্টা পেরিয়েছে। রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। তাঁর সল্টলেকের বাড়িতে চলছে তল্লাশি অভিযান। রাত ৯টার দিকে আরও কিছু কেন্দ্রীয় বাহিনী তাঁর বাড়িতে আসে বলে খবর। বাড়ির সামনে রয়েছে পুলিশি ব্যারিকেড।
সকাল সাড়ে ৬ টা থেকে রয়েছেন ইডি আধিকারিকরা। অভিজিৎ দাস নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চলে।
রেশন দুর্নীতি ইস্যুতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা নাগাদ জ্যোতিপ্রিয়ের সল্টলেকের বাড়িতে তল্লাশি শুরু করে ইডি।
প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় বৃহস্পতিবার সকাল থেকেই প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি চালায় ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। জ্যোতিপ্রিয়র সল্টলেকের বাড়ির পাশাপাশি উত্তর কলকাতায় তাঁর পৈতৃক বাড়িতেও তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। এরই মধ্যে মিষ্টি হাতে সল্টলেকে জ্যোতিপ্রিয়র বাড়িতে হাজির হন বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তাঁর বক্তব্য, তিনি নিছকই বিজয়া শুভেচ্ছা জানাতে এসেছিলেন।
সম্প্রতি রেশন দুর্নীতির অভিযোগে ব্যবসায়ী বাকিবুর রহমানের বাড়িতে ইডি তল্লাশি অভিযান চালিয়ে জ্যোতিপ্রিয়ের নাম প্রকাশ্যে আসে। এরপর বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ জ্যোতিপ্রিয়ের দু’টি বাড়িতে পৌঁছে যায় ইডির দল। একই সঙ্গে তাঁর আপ্তসহায়ক অমিত দে-র দু’টি ফ্ল্যাটেও শুরু হয় তল্লাশি অভিযান।