scorecardresearch
 

বিধি না মেনে বিজয় উৎসব, রাজ্যকে চিঠি কমিশনের

ভোটের ফলাফল প্রকাশের পর কোনওভাবেই বিজয় উৎসব করা যাবে না। নির্দেশিকা জারি করেছিল নির্বাচন কমিশন। তবে সেই নির্দেশিকাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে রাজ্যজুড়ে বিজয় উৎসব শুরু করেছেন তৃণমূল কর্মী সমর্থকরা।

Advertisement
EC EC
হাইলাইটস
  • রাজ্যজুড়ে শুরু বিজয় মিছিল
  • কমিশনের বিধিকে বুড়ো আঙুল বিজয়ী প্রার্থীদের
  • রাস্তায় জমায়েত, তৃণমূলের মিছিল

ভোটের ফলাফল প্রকাশের পর কোনওভাবেই বিজয় উৎসব করা যাবে না। নির্দেশিকা জারি করেছিল নির্বাচন কমিশন। তবে সেই নির্দেশিকাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে রাজ্যজুড়ে বিজয় উৎসব শুরু করেছেন তৃণমূল কর্মী সমর্থকরা। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও শুরু হয়েছে জমায়েত। এই অবস্থায় রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিল নির্বাচন কমিশন। 

সেই চিঠিতে কমিশন লিখেছে, কমিশন আগে থেকেই নির্দেশিকা জারি করেছিল। কিন্তু, সেই নির্দেশিকা না মেনেই রাজ্যের বিভিন্ন জায়গায় জমায়েত শুরু হয়েছে। যা কোনওভাবেই কাঙ্খিত নয়। 

যারা জমায়েত করছে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। মুখ্যসচিবকে দেওয়া চিঠিতে উল্লেখ, 'কমিশন আগেই সতর্ক করেছিল। তারপরও এই অব্যবস্থা কাঙ্খিত নয়। দোষীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করতে হবে।' 

আরও পড়ুন : প্রাথমিক গণনা সামনে আসতেই শুনশান বিজেপির পার্টি অফিস

প্রসঙ্গত, আজ ভোট গণনা শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই ইঙ্গিত পাওয়া যায়, রাজ্যে ফের ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস। আর তা দেখে ঘাসফুল শিবিরের কর্মীরা রাস্তায় নেমে মিছিল শুরু করেন। কোথাও আবার জমায়েতও দেখা যায়। সবুজ আবির মেখে উচ্ছ্বাস প্রকাশ করেন তাঁরা। কমিশনের নজরে পড়ে তা। তারপরই পদক্ষেপ করার নির্দেশিকা দেয় তারা। 

উল্লেখ্য, করোনা সংক্রমণের কারণে ভোট পরবর্তী বিজয় মিছিল বা কোনও রকম জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। তারপরও বিজয় মিছিল হওয়ায় কার্যত ক্ষোভ চেপে রাখতে পারেনি কমিশন।  
 

Advertisement