scorecardresearch
 

Exclusive Kiranmoy Nanda: 'হিন্দিবলয় যে স্বীকৃতি দিয়েছে, বাংলা দেয়নি', বিস্ফোরক প্রাক্তন মৎস্যমন্ত্রী কিরণময়

বাংলায় বাম জমানার পতনের পরে মুগবে়ড়িয়ার পুরনো বিধায়ককে গোমতীর তীরে নিয়ে গিয়ে রাজ্যসভায় পাঠিয়েছিলেন মুলায়ম সিংহ যাদব। বাংলা-বাঙালি ছেড়ে হিন্দিবলয়ের রাজনীতিতে কেন গেলেন? কিরণময়ের সহজ উত্তর, 'বাংলার মানুষের কাছে যে স্বীকৃতি পেয়েছি, তার থেকে অনেক বেশি স্বীকৃতি পেয়েছি হিন্দি বলয়ের রাজনীতিতে।'

Advertisement
নিজস্ব ছবি। নিজস্ব ছবি।
হাইলাইটস
  • শুক্রবার থেকে কলকাতায় শুরু হচ্ছে সমাজবাদী পার্টির তিন দিনের কেন্দ্রীয় সম্মেলন।
  • বৃহস্পতিবার রাতেই বিভিন্ন রাজ্য থেকে সমাজবাদী পার্টির নেতৃত্ব কলকাতায় এসে গেছেন।

'সরকার খতিয়ে দেখুক। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপপ্রয়োগ হচ্ছে। বিহারে যেমন লালুর ছেলেকে নিয়ে হচ্ছে। কই বিজেপির কারও বিরুদ্ধে তো কিছু হচ্ছে না। ওখানে কি সব ধোঁয়া তুলসীপাতা নাকি।' শহরের একটি পাঁচতারা হোটেলের লবিতে বসে বলছিলেন সমাজবাদী পার্টির বর্ষীয়ান নেতা কিরণময় নন্দ (Kiranmoy Nanda)। জানালেন, তাঁদের মূল উদ্দেশ্যে হল বিজেপিকে (BJP) দেশ থেকে উৎখাত করা। তাই নানান দুর্নীতির অভিযোগে জর্জরিত হলেও তৃণমূলের (TMC) পাশেই রয়েছে সমাজবাদী পার্টি (Samajwadi party)। 

শুক্রবার থেকে কলকাতায় শুরু হচ্ছে সমাজবাদী পার্টির তিন দিনের কেন্দ্রীয় সম্মেলন। বৃহস্পতিবার রাতেই বিভিন্ন রাজ্য থেকে সমাজবাদী পার্টির নেতৃত্ব কলকাতায় এসে গেছেন। বাইপাসের  দুটি নামী হোটেলে তাঁদের রাত্রিবাসের ব্যবস্থা করা হয়েছে। আজ, শুক্রবার বাইপাসের একটি হোটেলেই বসবে জাতীয় কার্যকারী সমিতির বৈঠক। সেখানে উপস্থিত থাকবেন সারা দেশ থেকে আগত শতাধিক সমাজবাদী পার্টির রাষ্ট্র কার্যকারিণী সমিতির সদস্যরা। সেখানেই বক্তব্য রাখবেন অখিলেশ যাদব (Akhilesh Yadav)। ইতিমধ্যেই তিনি কলকাতায় পৌঁছে গেছেন। 

আরও পড়ুন-অসমে বন্ধ করা হবে সব মাদ্রাসা, হিমন্তের সিদ্ধান্তে বিতর্ক

বাংলায় বাম জমানার পতনের পরে মুগবে়ড়িয়ার পুরনো বিধায়ককে গোমতীর তীরে নিয়ে গিয়ে রাজ্যসভায় পাঠিয়েছিলেন মুলায়ম সিংহ যাদব। বাংলা-বাঙালি ছেড়ে হিন্দিবলয়ের রাজনীতিতে কেন গেলেন? কিরণময়ের সহজ উত্তর, 'বাংলার মানুষের কাছে যে স্বীকৃতি পেয়েছি, তার থেকে অনেক বেশি স্বীকৃতি পেয়েছি হিন্দি বলয়ের রাজনীতিতে। তবে আমি বাংলাতেই আছি। আমার পার্টিও এখানে রয়েছে। আমি ৩৫ বছর বিধায়ক ছিলাম। ৩০ বছর মন্ত্রী ছিলাম। তারপর পার্টির দায়িত্ব নিলাম। তবে অবসর পেলেই বাংলায় আসি। আমফান, যশের মতো ঝড়ে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। এখনও বাংলায় সমাজবাদী পার্টির ভালো সংগঠন রয়েছে। এখন আমার একটাই উদ্দেশ্য উত্তরপ্রদেশ থেকে বিজেপিকে হটানো। তাহলেই গোটা দেশ থেকে সরে যাবে।'

Advertisement

কিন্তু মুলায়ম সিং যাদবকে মরণোত্তর পদ্ম পুরস্কার তো বিজেপি ক্ষমতায় এসেই দিয়েছিল। উত্তরে কিরণময় নন্দ বলেন, 'মুলায়ম সিং যাদব দেশের গর্ব। তাঁকে পদ্ম নয়, ভারতরত্ন দেওয়া উচিত ছিল।'

চব্বিশের ভোটে বাংলায় সমাজবাদী পার্টি প্রার্থী দেবে? কিরণময় নন্দর কথায়, 'অখিলেশের নেতৃত্বে নির্বাচনের প্রস্তুতি শুরু করাই  এখন লক্ষ্য। অখিলেশের নেতৃত্বে রাজ্যে ফের সমাজবাদী সরকার প্রতিষ্ঠা করতে হবে।'

 

Advertisement