Anubrata-Firhad Hakim: 'ও বীরভূমের বাঘ; বীরভূমের বাঘ হয়েই থাকবে।'
অনুব্রত মন্ডলকে নিয়ে এমনটাই বললেন ফিরহাদ হাকিম। শুক্রবারই জামিন পেয়েছেন বীরভূমের দাপুটে নেতা। আর তারপরেই অনুব্রতর সমর্থনে মুখ খুললেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, 'বাঘ যখন খাঁচার ভিতরে থাকে তখন শেয়ালরা হাঁউমাঁউ করে। এবার আবার বিরোধীরা লেজ তুলে পালাবে।'
তবে অনুব্রত মন্ডলের রাজনীতিতে ভবিষ্যত কী? সেই বিষয়ে অবশ্য এখনই কিছু বলতে নারাজ ফিরহাদ। 'কেষ্ট'র প্রত্যাবর্তনের খবর পেতেই অনেকে প্রশ্ন করছেন, আবারও কি দলের জেলা সভাপতি করা হবে তাঁকে? এই প্রশ্নের উত্তরে ফিরহাদ জানালেন, 'সভাপতি থাকবেন কিনা পার্টি বলবে।'
উল্লেখযোগ্য বিষয়টি হল, অনুব্রত মন্ডলের গ্রেফতার হওয়ার পর থেকে গত দুই বছরে বীরভূমে নতুন কোনও জেলা সভাপতির নাম ঘোষণা করেনি তৃণমূল কংগ্রেস।
ফিরহাদ হাকিম আরও বলেন, 'আমরা অনেক আনন্দিত। আমাদের একজন নেতা বীরভূমে ফিরবেন।'
অনুব্রত মন্ডলের সমর্থনে ফিরহাদ বলেন, 'রাজনৈতিকভাবে তাঁকে আটকে রাখা হয়েছিল।'
এদিন অনুব্রতর বিষয়ে বলতে গিয়ে অরবিন্দ কেজরিওয়ালের প্রসঙ্গও টেনে আনেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, 'সত্যের জয় হবে, সত্যের জয় হচ্ছে। তাই বেল পেলেন কেজরিওয়াল থেকে অনুব্রত মন্ডল।'
প্রসঙ্গত, শুক্রবার জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। ইডি-র করা গরু পাচারের মামলায় জামিন পেয়েছেন তিনি। ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তিনি। এর আগে সিবিআই-এর মামলায় জামিন পেয়েছিলেন 'কেষ্ট'।
অর্থাৎ, এবার দুর্গাপুজোর আগেই বীরভূমে ফিরবেন কেষ্ট। তিহাড় জেল থেকে ছাড়া পেতে চলেছেন তিনি। উল্লেখ্য, কয়েকদিন আগেই অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলও জামিন পেয়েছেন।