scorecardresearch
 

Abhishek Banerjee: শাহ-রাজ্যপাল বৈঠক, আপ্লুত অভিষেকের পোস্ট, 'আন্তরিক কৃতজ্ঞতা'

রাজ্যপালের প্রতি কৃতজ্ঞতা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবারই 'বঞ্চিত'দের বকেয়া প্রদানের আর্জি নিয়ে রাজভবনে গিয়েছিলেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস তখন তাঁকে আশ্বাসও দেন। এরপর অভিষেক ধর্নাও তুলে নেন। আর তার ২৪ ঘণ্টা কাটার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল।

Advertisement
রাজ্যপালের প্রতি কৃতজ্ঞতা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের প্রতি কৃতজ্ঞতা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
হাইলাইটস
  • রাজ্যপালের প্রতি কৃতজ্ঞতা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • সোমবারই 'বঞ্চিত'দের বকেয়া প্রদানের আর্জি নিয়ে রাজভবনে গিয়েছিলেন।
  • রাজ্যপাল সিভি আনন্দ বোস তখন তাঁকে আশ্বাসও দেন। এরপর অভিষেক ধর্নাও তুলে নেন।

রাজ্যপালের প্রতি কৃতজ্ঞতা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবারই 'বঞ্চিত'দের বকেয়া প্রদানের আর্জি নিয়ে রাজভবনে গিয়েছিলেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস তখন তাঁকে আশ্বাসও দেন। এরপর অভিষেক ধর্নাও তুলে নেন। আর তার ২৪ ঘণ্টা কাটার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল।

মঙ্গলবার অভিষেক টুইট করেছেন, 'বাংলার জনগণের কল্যাণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ এই সমস্যার অবিলম্বে সমাধানের জন্য রাজ্যপাল সি ভি আনন্দ বোসের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। বিশেষত MGNREGA-র অধীনে বঞ্চিত পশ্চিমবঙ্গের ২১ লক্ষ ব্য়ক্তির নায্য অধিকারের জন্য তাঁর এই দ্রুত পদক্ষেপের জন্য।'

সেই সঙ্গে রাজ্যপালের ৯ অক্টোবরের একটি চিঠিও শেয়ার করেছেন অভিষেক। সেখানে রাজ্যপাল জানিয়েছেন, 'আমার কাছে জমা দেওয়া স্মারকলিপির রেফারেন্স সহ বিষয়টি ভারত সরকারকে অবহিত করা হল।'

সোমবার বিকেল ৪টে নাগাদ রাজ্যপালের সঙ্গে দেখা করে তৃণমূলের প্রতিনিধি দল। 'বঞ্চিত'দের ৭ জন প্রতিনিধিসহ রাজ্যপালের সঙ্গে দেখা করেন তৃণমূলের নেতা-বিধায়করা। ৫ অক্টোবর থেকে রাজভবনের সামনে ধর্নার নেতৃত্ব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টানা ৫ দিনের টালবাহানার পর অবশেষে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। আর তারপরেই রাজভবনের সামনে থেকে ধর্না তুলে নেওয়ার ঘোষণা করলেন তিনি। তৃণমূল নেত্রীর পরামর্শে পাল্টা 'সৌজন্য' দেখিয়ে ধর্না তুলে নেওয়া হচ্ছে, জানান অভিষেক। 

আরও পড়ুন

Advertisement