scorecardresearch
 
Advertisement

GTA Election, Siliguri Mahakuma Parishad Election 2022 LIVE : ত্রিপুরাতে ৩ আসনে হাজার ভোটের গণ্ডি পার করতে পারল না TMC

Aajtak Bangla | 26 Jun 2022, 2:01 PM IST

এক দশক পরে পাহাড়ে জিটিএ নির্বাচন। ৪৫টি আসনে ভোটগ্রহণ। যা ঘিরে গোটা পাহাড় ঘিরে চাপা উত্তেজনা। অন্যদিকে শিলিগুড়ি মহকুা পরিষদেও এদিন ভোট। এছাড়া সমতলের ৬টি পুর-ওয়ার্ডেও ভোটগ্রহণ চলছে। নির্বাচন ঘিরে সর্বত্র কড়া নিরাপত্তা

প্রতীকী ছবি প্রতীকী ছবি

হাইলাইটস্

  • GTA-এ নির্বাচন চলছে
  • ভোট হচ্ছে শিলিগুড়ি মহকুমা পরিষদেও
  • সমতলে ৬টি ওয়ার্ডে উপনির্বাচন
  • অশান্তি এড়াতে কড়া নিরাপত্তা
2:01 PM (2 বছর আগে)

ত্রিপুরাতে কোনও আসনে তৃতীয় স্থান দখল করতে পারল না তৃণমূল কংগ্রেস

Posted by :- Soumen Karmakar

ত্রিপুরাতে কোনও আসনে তৃতীয় স্থানও দখল করতে পারল না তৃণমূল কংগ্রেস। চারটির মধ্যে তিনটি আসনে ১০০০ ভোটর গণ্ডিও পার করেনি তারা।

12:22 PM (2 বছর আগে)

ত্রিপুরায় জয়ী মুখ্যমন্ত্রী মানিক, হাসলেন কংগ্রেসের সুদীপও

Posted by :- Soumen Karmakar

ত্রিপুরাতে চার কেন্দ্রের মধ্যে তিনটিতে এগিয়ে বিজেপি। মুখ্যমন্ত্রী মানিক সাহা জিতেছেন। কংগ্রেসের সুদীপও আগরতলা কেন্দ্রে জিতেছেন। তবে খারাপ ফল তৃণমূল কংগ্রেসের। 

11:45 AM (2 বছর আগে)

ফাঁসিদওয়াতে উত্তেজনা, নির্দল প্রার্থীকে হেনস্থার অভিযোগ

Posted by :- Soumen Karmakar

ফাঁসিদওয়াতে উত্তেজনা, নির্দল প্রার্থীকে হেনস্থার অভিযোগ তৃণমহলের বিরুদ্ধে। এমনকী তাঁর মোবাইল ফোনও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। 

11:07 AM (2 বছর আগে)

সকাল ৯ টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল ?

Posted by :- Soumen Karmakar

শিলিগুড়িতে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ১৩ শতাংশ। ঝালদায় ২৩ শতাংশ। দমদমে ১৬ শতাংশ। ভাটপাড়ায়  ১২ শতাংশ। পানিহাটিতে ৯ শতাংশ। চন্দননগরে ১৫ শতাংশ এবং দক্ষিণ দমদমে ভোট পড়ল ৯ শতাংশ। 

Advertisement
10:37 AM (2 বছর আগে)

ভোটাধিকার প্রয়োগের আগেই পড়ল ভোট

Posted by :- pritam

দমদমের ৪ নম্বর ওয়ার্ডে মহিলা ভোটার ভোট দেওয়ার আগেই পড়ে গেল তাঁর ভোট। দমদমের মতিলাল হাইস্কুলের ঘটনা। মহিলার দাবি, তিনি ভোট দিয়ে গিয়ে দেখেন যে তাঁর ভোট পড়ে গিয়েছে। 

10:34 AM (2 বছর আগে)

পানিহাটি উপনির্বাচন ঘিরে উত্তেজনা

Posted by :- Soumen Karmakar

পানিহাটি উপনির্বাচন ঘিরে উত্তেজনা। সেখানে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ। পানিহাটির বিবেকানন্দ পল্লিতে পরিচয়পত্র থাকা সত্ত্বেও বুথ চত্বরে সাংবাদিকদের ঢুকতে বাধা দেয় পুলিশ।

10:10 AM (2 বছর আগে)

দার্জিলিং, কালিম্পংয়ে জিটিএ ভোট ৪৫ টি আসনে ভোট

Posted by :- Sangram Singha Roy

বিধিভঙ্গের অভিযোগে দার্জিলিংয়ের বিজেপি সমর্থিত জিএনএলএফ বিধায়ক নীরজ জিম্বার গাড়ি আটক। গাড়িতে তখন বিধায়ক ছিলেন না। অন্যদিকে বুথের মধ্যেই হামরো পার্টির ক্যাম্প  করায় তা সরালো পুলিশ।

9:44 AM (2 বছর আগে)

শিলিগুড়ি মহকুমা পরিষদে ভোট পড়ছে ধীরে

Posted by :- Sangram Singha Roy

শিলিগুড়ি মহকুমা পরিষদে ৯ টা পর্যন্ত গড়ে ১৫ শতাংশ ভোট পড়েছে। খড়িবাড়ি, ফাঁসিদওয়া, মাটিগাড়া ও নকশালবাড়ি ব্লকে বিক্ষিপ্ত উত্তেজনার মধ্য়ে ভোট হচ্ছে। অভিযোগ পাল্টা অভিযোগ অব্যাহত।

9:23 AM (2 বছর আগে)

ছাপ্পা ভোটের অভিযোগ

Posted by :- pritam

ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে চলছে উপনির্বাচন। পুলিশের সামনেই তৃণমূল ছাপ্পা ভোট দিচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। যদিও তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

Advertisement
8:34 AM (2 বছর আগে)

ফাঁসিদেওয়ায় উত্তেজনা

Posted by :- pritam

শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে উত্তজনা। ফাঁসিদেওয়ায় তৃণমূল ও নির্দল প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ। আহত একাধিক। খবর পেয়ে ঘটনাস্থেল পুলিশ। 

8:23 AM (2 বছর আগে)

ভোট দিলেন অনিত থাপা

Posted by :- pritam

পাহাড়ে ভোট দিলেন অনিত থাপা। কার্শিয়াংয়ের ১৭ নম্বর ওয়ার্ডের ২৯/৭ নম্বর বুধে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। 

8:20 AM (2 বছর আগে)

চন্দননগরে দেরিতে ভোটগ্রহণ

Posted by :- pritam

চন্দননগর পুরনিগমের ১৭ নম্বর ওয়ার্ডে দেরিতে শুরু হয় ভোটগ্রহণ। সকালে নির্বাচন কমিশনের আধিকারিকদের তরফে ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে ঢোকার ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়।ভোটেরদের পাশাপাশি নির্বাচনী লড়াইতে থাকা ৪ প্রার্থীই এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান। পরে নির্বাচন কমিশনের থেকে এই নির্দেশ প্রত্যাহার করা হয়। তারপর শুরু হয় ভোটগ্রহণ।

8:12 AM (2 বছর আগে)

৬ পুরওয়ার্ডে উপনির্বাচন

Posted by :- pritam

পাহাড় ও শিলিগুড়িতে ভোট ছাড়াও আজ ৬টি পুরওয়ার্ডে উপনির্বাচন। ভোট হচ্ছে দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ড, দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ড, ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ড, চন্দননগর পুরনিগমের ১৭ নম্বর ওয়ার্ডে। আগে এই ৪টি ওয়ার্ডে নির্বাচন স্থগিত হয়ে গিয়েছিল। এছাড়া ঝালদার ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু ও পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুন হওয়ায়, ওই ২টি ওয়ার্ডেও হচ্ছে উপনির্বাচন হচ্ছে।

8:08 AM (2 বছর আগে)

জিটিএ নির্বাচন

Posted by :- pritam

১০ বছর পর জিটিএ নির্বাচন। ৪৫ আসনের জিটিএ-তে মোর্চা, বিজেপি, জিএনএলএফ-সহ পাহাড়ের বেশ কিছু দল এবার ভোটে লড়ছে না। একইসঙ্গে ত্রিস্তর শিলিগুড়ি মহকুমা পরিষদেও চলছে ভোট। সেখানে লড়াই চতুর্মুখী। শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণ।