এপ্রিলের শুরুতেই গরমে কাহিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। সকাল থেকেই চড়া রোদ। বেলা গড়াতে একেবারে গলদঘর্ম অবস্থা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৩ দিনে আরও তাপমাত্রা বাড়বে। ফলে গরমে হিমশিম খাবেন রাজ্যবাসী। চলতি সপ্তাহে ৫ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। অন্য দিকে, সোমবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘণ্টা. ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
গরম বাড়বে
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৩ দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ২-৪ ডিগ্রি করে তাপমাত্রা বৃদ্ধি পাবে। এপ্রিলের প্রথম ২ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে গরম বাড়বে। তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছে। সেইসঙ্গে থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ৩ দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি করে বাড়বে।
তাপপ্রবাহের সতর্কতা
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী ৫ এপ্রিল পর্যন্ত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। গরম বাড়বে। বুধবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। বৃহস্পতি ও শুক্রবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
বৃষ্টির পূর্বাভাস
হাওয়া অফিস জানিয়েছে, রবিবার জলপাইগুড়িতে আচমকা ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ৫ জনের মৃত্যু হয়েছে। সোমবারও উত্তরের জেলাগুলিতে দুর্যোগের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
কলকাতায় কত তাপমাত্রা?
হাওয়া অফিস জানিয়েছে, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিক। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ২৭.১ ডিগ্রি সেলসিয়াসে,যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৬ শতাংশ এবং ন্যূনতম ৫৭ শতাংশ।
কোথায় কত তাপমাত্রা?
দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ২২.২ ডিগ্রি সেলসিয়াসে। কোচবিহারে তাপমাত্রা ৩১.৬ ডিগ্রি। মালদায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৬ ডিগ্রি। জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রিতে। বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০.১ ডিগ্রি। ক্যানিংয়ে তাপমাত্রা ছুঁয়েছে ৩৫.৪ ডিগ্রিতে। দিঘার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি। কাঁথির সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস।