scorecardresearch
 

Howrah Train Cancelled: হাওড়া ডিভিশনে বাতিল একাধিক গুরুত্বপূর্ণ লোকাল ট্রেন, তালিকা প্রকাশ করল রেল

আগামীকাল, রবিবার ১৮ ফেব্রুয়ারি হাওড়া ডিভিশনে একাধিক ট্রেন বাতিল হবে। সেই সঙ্গে ২টি ট্রেন ভিন্ন রুটে চলবে। পূর্ব রেলের তরফে এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।

Advertisement
ফাইল ছবি ফাইল ছবি
হাইলাইটস
  • আগামীকাল, রবিবার ১৮ ফেব্রুয়ারি হাওড়া ডিভিশনে একাধিক ট্রেন বাতিল হবে। সেই সঙ্গে ২টি ট্রেন ভিন্ন রুটে চলবে।
  • পূর্ব রেলের তরফে এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। যাত্রীদের সুবিধার্থে ঠিক কোন কোন ট্রেন বাতিল করা হচ্ছে তা আগে থেকেই জানিয়েছে ভারতীয় রেল।
  • বেলুড় স্টেশনের কাছে আপ লাইনে রেলপথ রক্ষণাবেক্ষণের কাজ হবে। আর সেই কারণে আগামী রবিবার, ১৮ ফেব্রুয়ারি হাওড়া ডিভিশনে ট্রেন চলাচল প্রভাবিত হতে পারে।

আগামীকাল, রবিবার ১৮ ফেব্রুয়ারি হাওড়া ডিভিশনে একাধিক ট্রেন বাতিল হবে। সেই সঙ্গে ২টি ট্রেন ভিন্ন রুটে চলবে। পূর্ব রেলের তরফে এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। যাত্রীদের সুবিধার্থে ঠিক কোন কোন ট্রেন বাতিল করা হচ্ছে তা আগে থেকেই জানিয়েছে ভারতীয় রেল।

বেলুড় স্টেশনের কাছে আপ লাইনে রেলপথ রক্ষণাবেক্ষণের কাজ হবে। আর সেই কারণে আগামী রবিবার, ১৮ ফেব্রুয়ারি হাওড়া ডিভিশনে ট্রেন চলাচল প্রভাবিত হতে পারে। ইতিমধ্যেই এই বিষয়ে একটি প্রেস রিলিজ প্রকাশ করেছে রেল। সেই বিজ্ঞপ্তি অনুসারে ঠিক কোন কোন ট্রেন বাতিল বা রুট পরিবর্তন হচ্ছে তা দেখে নেওয়া যাক।

১৮ ফেব্রুয়ারি, ২০২৪ বাতিল হওয়া ট্রেনের তালিকা:

  • বর্ধমান থেকে: ৩৬৮১২, ৩৬৮১৪, ৩৬৮১৬ (হাওড়া-বর্ধমান কর্ড লাইন)
  • বর্ধমান থেকে: ৩৭৮১৮ (মেন লাইন)
  • ব্যান্ডেল থেকে: ৩৭২১২, ৩৭২১৪, ৩৭২১৬, ৩৭২১৮
  • তারকেশ্বর থেকে: ৩৭৩১২, ৩৭৩১৪, ৩৭৩১৬
  • সিঙ্গুর থেকে: ৩৭৩০৪
  • গোঘাট থেকে: ৩৭৩৭২
  • হাওড়া থেকে: ৩৬৮১১, ৩৬৮১৩, ৩৬৮১৫, ৩৭২১১, ৩৭২১৩, ৩৭২১৫, ৩৭২১৯, ৩৭৩০৯, ৩৭৩১১, ৩৭৩১৩, ৩৭৩০৩, ৩৭৩৭১, ৩৭৮১৭

১৮ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে রুট পরিবর্তন করা হচ্ছে এই ট্রেনগুলির:

  • ০৩০৫১ নম্বর ট্রেন ১৮ ফেব্রুয়ারি, ২০২৪-এ হাওড়া-বর্ধমান কর্ড লাইনে চলবে।
  • ১২৩৪৬ গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস (১৮ ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:৩৮-এ বর্ধমান পৌঁছাবে)  বর্ধমান-ব্যান্ডেল-হাওড়া রুট হয়ে যাবে। মাঝে বর্ধমানে থামবে।

আরও পড়ুন

Advertisement