scorecardresearch
 

বাংলা নিয়ে আজ দিল্লিতে বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক, থাকতে পারেন অমিত শাহ

বঙ্গে বিজেপির( BJP) নির্বাচনী কৌশল নিয়ে আজ গুরুত্বপূর্ণ বৈঠক বসছে দিল্লিতে। উপস্থিত থাকবনে পশ্চিমবঙ্গে বিজেপির (West Bengal BJP) দায়িত্বপ্রাপ্ত নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (Amit Shah)উপস্থিত থাকতে পারেন এই বৈঠকে। দুপুর তিনটে থেকে শুরু হওয়ার কথা এই বৈঠক।

Advertisement
অমিত শাহ অমিত শাহ
হাইলাইটস
  • বঙ্গে বিজেপির( BJP) নির্বাচনী কৌশল নিয়ে আজ গুরুত্বপূর্ণ বৈঠক বসছে দিল্লিতে।
  • উপস্থিত থাকবনে পশ্চিমবঙ্গে বিজেপির (West Bengal BJP) দায়িত্বপ্রাপ্ত নেতারা।
  • স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (Amit Shah)উপস্থিত থাকতে পারেন এই বৈঠকে।

বঙ্গে বিজেপির( BJP) নির্বাচনী কৌশল নিয়ে আজ গুরুত্বপূর্ণ বৈঠক বসছে দিল্লিতে। উপস্থিত থাকবনে পশ্চিমবঙ্গে বিজেপির (West Bengal BJP) দায়িত্বপ্রাপ্ত নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (Amit Shah)উপস্থিত থাকতে পারেন এই বৈঠকে। দুপুর তিনটে থেকে শুরু হওয়ার কথা এই বৈঠক।

রাজধানীর শীতেও রাজনীতির উত্তাপ। আজ বঙ্গ বিজেপির নির্বাচনী কৌশল নিয়ে জরুরি বৈঠকে বসবেন দিল্লির নেতারা। দিল্লির হাওয়া মোরগ বলছে, এগিয়ে আসতে পারে বাংলার নির্বাচন। সেইভাবেই প্রস্তুতি নিচ্ছে বিজেপি। নির্বাচন কমিশন সূত্রে খবর, বাংলায় রাজনৈতিক হিংসা ও বোর্ডের পরীক্ষার কথা ভেবে এগিয়ে আনা হতে পারে নির্বাচনের দিনক্ষণ।

আজ বিজেপির দিল্লির কেন্দ্রীয় কার্যালয়ে বসবে বিজেপির এই বৈঠক। রাজ্য় রাজনীতির সাম্প্রতিক চিত্র বলছে,ইতিমধ্য়েই বঙ্গে বিজেপির ভোট স্ট্র্য়াটেজি দিল্লির নেতাদের হাতে তুলে দেওয়া হয়েছে।রুটিন করে নিত্য়দিন বঙ্গে সেই কৌশল কতটা বাস্তবায়িত হচ্ছে, তা নজর রাখছেন তাঁরা। এতদিন ধরে বাংলায় 'হোম ওয়ার্ক' দিয়েছিলেন অমিত শাহ। আজ সম্ভবত সেই কাজের হিসেব নেবেন তিনি। 

রাজধানীর রাজনৈতিক কুশীলবদের মতে, পলিটিকসে 'চিরস্থায়ী বন্দোবস্ত' বলে কিছু হয় না। তাই বাংলা নিয়ে 'অবস্থা বুঝে ব্য়বস্থার' পথেই হাঁটবে মোদী-শাহ ব্রিগেড। ইতিমধ্য়েই বঙ্গে বিজেপির দিল্লির নেতাদের আগমনকে 'বহিরাগত' তকমা দিয়েছে তৃণমূল। বঙ্গে বিজেপিকে ঠেকাতে বাঙালি জাতিসত্তাকেই তুলে এনেছেন ঘাসফুলের নির্বাচন কৌসুলি প্রশান্ত কিশোর। বার বার তৃণমূলের সভায় বঙ্গের মনীষীদের অপমানের কথা তুলে ধরা হচ্ছে। মনীষীদের সম্পর্কে বিজেপি নেতাদের সামান্য ভুলকেই হাতিয়ার করছে শাসক দল।

দেশের আসন্ন নির্বাচনী ক্যালেন্ডার বলছে, ২০২১-এ অসম , পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। আগামী সপ্তাহেই এই দুই রাজ্য়ে যেতে পারে নির্বাচন কমিশনের দল। মুখ্য় নির্বাচনী আধিকারিক সুনীল অরোরা ছাড়াও কমিশনের টিমে থাকবেন রাজীব কুমার ও সুশীল চন্দ্র। ইতিমধ্য়েই বঙ্গে নির্বাচনী পরিস্থিতির হালহকিকত খতিয়ে দেখতে এসেছেন ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন। এই নিয়ে রাজ্য়ে বিধানসভা নির্বাচনের আগে দু-বার রেইকি করে গেলেন সুদীপ জৈন। 

Advertisement


Advertisement