scorecardresearch
 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বদলীয় বৈঠক ডাকা উচিত মোদীর, মত সোনিয়ার

দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। প্রতিদিন নতুন নতুন রেকর্ড গড়ছে এই মারণ ভাইরাস। ভ্যাকসিন দেওয়া হচ্ছে দেশজুড়ে। লকডাউন ও নাইু কারফিউ জারি করেছে কোনও কোনও রাজ্য। তারপরও কমানো যাচ্ছে না সংক্রমণ।

Advertisement
Corona Corona
হাইলাইটস
  • দেশের করোনা পরিস্থিতি ক্রমশ ঘোরালো হচ্ছে
  • আজ দেশে রেকর্ড সংক্রমণ
  • উত্তরপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র ও কেরলে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ

দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। প্রতিদিন নতুন নতুন রেকর্ড গড়ছে এই মারণ ভাইরাস। ভ্যাকসিন দেওয়া হচ্ছে দেশজুড়ে। লকডাউন ও নাইু কারফিউ জারি করেছে কোনও কোনও রাজ্য। তারপরও কমানো যাচ্ছে না সংক্রমণ। বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, করোনার দ্বিতীয় ঢেও ভারতের উপর সুনামির মতো আছড়ে পড়েছে। একনজরে দেখে নেব, দেশের আজকের করোনা পরিস্থিতি - 
 

  • বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদেরও খরচ দেবে কর্ণাটক সরকার। 
  • দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত সর্বদলীয় বৈঠক ডাকা উচিত প্রধানমন্ত্রীর, মত সোনিয়ার
  • করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ নরেন্দ্র মোদীর সরকার। অভিযোগ সোনিয়া গান্ধির
  • করোনা নিয়ে ফের কেন্দ্রকে আক্রমণ রাহুল গান্ধির। তাঁর অভিযোগ, সরকারের ব্যর্থতার কারণে আরও একটা লকডাউন অনিবার্য হয়ে উঠছে। এই নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন রাহুল। 
  • উত্তরপ্রদেশে করোনায় মৃত বিজেপির বিধায়ক ডাল বাহাদুর কোরি। আজ সকালেই মারা যান তিনি। 
  • আগামী ২-৩ দিনে করোনার আরও সংক্রমণ বাড়তে পারে কর্ণাটকে। মত বিশেষজ্ঞদের। 
  • উত্তরপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র ও কেরলে হু হু করে বাড়ছে সংক্রমণ। 
  • গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড আক্রান্তের সংখ্যা। গতকাল দেশে আক্রান্ত হন ৪ লাখ ১৪ হাজার ১৮৮ জন। 
  • গতকাল মারা গিয়েছেন ৩৯১৫ জন। 
India
  • কেন্দ্র সরকার আজ বুলেটিনে জানিয়েছে, এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ল ২ কোটি ১৪ লাখেরও বেশি। মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ৩৪ হাজার ৮৩ জন। 

Advertisement